
পুষ্পা ৩: ৬ বছরের অপেক্ষা! তবে বড় চমক অপেক্ষা করছে
ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : ‘পুষ্পা ২’ এর সাফল্য ও উন্মাদনা নিয়ে আলোচনা থামার নাম নিচ্ছে না। কিন্তু ছবির শেষে এক বড় ঘোষণার সাথে সঙ্গেই উল্লাসের পাশাপাশি কিছু মনখারাপের খবরও এসেছে। নির্মাতা সুকুমার সম্প্রতি ‘পুষ্পা ৩’-এর ঘোষণা করেছেন, তবে এই পর্বের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে দীর্ঘ ছয় বছর! পুষ্পা ৩-এর খলনায়ক বদলে যেতে পারে পুষ্পা ২-এর পর, ভক্তদের আশা