‘পুষ্পা: দ্য রাইজ়’

ব্যুরো নিউজ, ৬ ডিসেম্বর : ২০২১ সালে অতিমারি-পরবর্তী সময়ে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ়’, যা করোনার পর বক্স অফিসের অবস্থা সংকটমুক্ত করতে সাহায্য করে। এই ছবির সফলতার পর প্রস্তুতি শুরু হয় এর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’-এর। তবে, ছবিটির শুটিংয়ে নানা বাধা আসে, কয়েকবার মুক্তির তারিখ পরিবর্তন হয় এবং নতুন করে শুটিং করা হয়। দুই বছর ধরে শুটিং ও কাটাছেঁড়া শেষে অবশেষে ২০২৪ সালের ডিসেম্বর মাসের ৫ তারিখে ছবিটি মুক্তি পায়।

পুষ্পা ২: দ্য রুল – এক অতিমানবিক নায়কের গল্প

প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে এই ছবি

মুক্তির দিনেই রেকর্ড গড়ে ‘পুষ্পা ২’। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ১৭৫ কোটি টাকা, যা ভারতের সব ভাষার ছবির মধ্যে প্রথম দিনের আয়ের নিরিখে এক নতুন মাইলফলক তৈরি করেছে। এর আগে ‘আরআরআর’ ছবির প্রথম দিনে আয় ছিল ১৩৩ কোটি টাকা, যা এখন ‘পুষ্পা ২’ থেকে পিছনে পড়ে গেছে। এছাড়া, শাহরুখ খানের ‘জওয়ান’-এর প্রথম দিনের আয়ের রেকর্ডও ছাড়িয়ে গেছে এই ছবি। ‘পুষ্পা ২’ শুধু হিন্দি ভাষাতেই আয় করেছে ৬৭ কোটি টাকা, যা ‘জওয়ান’-এর প্রথম দিনের আয় ৬৫.৫ কোটি টাকার থেকেও কিছুটা বেশি।

একের পর এক বক্স অফিস জয় রণবীর সিংয়ের! কোন সিনেমার জন্য কত আয় করেছে?

বিশ্বব্যাপী আয়ের হিসাব এখনও পাওয়া যায়নি, তবে অনুমান করা হচ্ছে, ‘পুষ্পা: দ্য রুল’ প্রথম দিনেই বিশ্বজুড়ে প্রায় ৩০০ কোটি টাকার আয় করেছে। ছবির এই বিপুল সাফল্য প্রমাণ করছে যে, দর্শকদের মধ্যে এই ছবির প্রতি আগ্রহ ও উত্তেজনা খুবই বেশি। সুকুমার পরিচালিত এই ছবি রাশ্মিকা মন্দানা এবং অল্লু অর্জুনের দুর্দান্ত অভিনয়ে ভরপুর।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর