ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : নিউজ বাঙালির উৎসবের তালিকায় অন্যতম জনপ্রিয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2024)। শহরের শীতের হাওয়ায় সিনেমাপ্রেমীদের ভিড়ে জমজমাট নন্দন, রবীন্দ্র সদনসহ একাধিক প্রেক্ষাগৃহ। চলতি বছরের তৃতীয় দিনের সেরা সিনেমাগুলি দেখে নেওয়া যাক।
নন্দন ১:
- বিকেল ৪টা: ফোকাস কান্ট্রি ফ্রান্সের ছবি ‘কল অফ ওয়াটার’। চলতি বছরেই মুক্তি পাওয়া এই ছবির প্রদর্শন সিনেপ্রেমীদের জন্য এক দারুণ সুযোগ।
- সন্ধে ৭টা: পরিচালক গৌতম ঘোষের উপহার ‘পরিক্রমা’-র বিশেষ স্ক্রিনিং। গৌতম ঘোষের সিনেমা মানেই অনন্য অভিজ্ঞতা।
নন্দন ২:
- সকাল ১১টা: শ্যাম বেনেগালের কালজয়ী ছবি ‘মন্থন’। ১৯৭৬ সালের এই মাস্টারপিস সিনেমাপ্রেমীদের কাছে অবশ্যই দেখার মতো।
- সন্ধে ৬.৩০: ডেনমার্কের ছবি ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’। বিদেশি সিনেমার ভক্তদের জন্য এটি এক চমক।
শিশির মঞ্চ:
- দুপুর ১.৩০: মন ছুঁয়ে যাওয়া ছবি ‘ব্লাইন্ড স্পট’।
রবীন্দ্র সদন:
- সকাল ১১টা: সৌম্যদীপ ঘোষচৌধুরীর ‘নো মাস নো দিন এবং অন্তহীন’।
- বিকেল ৪টা: সন্দীপ দের ‘জগন’।
- সন্ধে ৬.৩০: তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচালিত ‘এই রাত তোমার আমার’। ছবির মূল চমক অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন-এর দুর্দান্ত জুটি।
নজরুল তীর্থ:
- বাংলা প্যানোরমা: ‘ভানু’।
এই উৎসবের বৈচিত্র্যময় ছবিগুলি সিনেপ্রেমীদের কাছে এক দারুণ উপহার। তাই পছন্দের ছবি দেখতে সময়সূচি মিলিয়ে বেরিয়ে পড়ুন।