ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : ‘পুষ্পা ২’ এর সাফল্য ও উন্মাদনা নিয়ে আলোচনা থামার নাম নিচ্ছে না। কিন্তু ছবির শেষে এক বড় ঘোষণার সাথে সঙ্গেই উল্লাসের পাশাপাশি কিছু মনখারাপের খবরও এসেছে। নির্মাতা সুকুমার সম্প্রতি ‘পুষ্পা ৩’-এর ঘোষণা করেছেন, তবে এই পর্বের জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে দীর্ঘ ছয় বছর!
পুষ্পা ৩-এর খলনায়ক বদলে যেতে পারে
পুষ্পা ২-এর পর, ভক্তদের আশা ছিল যে পরবর্তী সিক্যুয়েল দ্রুত আসবে। কিন্তু নির্মাতাদের থেকে পাওয়া খবর অনুযায়ী, সিক্যুয়েল তৈরি করতে সময় লাগবে, কারণ ছবির চিত্রনাট্য এখনো প্রস্তুতির মধ্যে। আর আরেকটি কারণ হল, অল্লু অর্জুনের হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে, যেগুলোর কাজ শেষ হওয়ার পরই তিনি পুষ্পা ৩ এর কাজ শুরু করতে পারবেন। ফলে, পুষ্পা ৩ মুক্তি পাবে ২০২৮ কিংবা ২০২৯ সালে।দর্শকদের জন্য আরও এক চমক অপেক্ষা করছে। দক্ষিণী সিনেমার জগতে চলছে গুঞ্জন, পুষ্পা ৩-এর খলনায়ক বদলে যেতে পারে। দ্বিতীয় পর্বে দুর্দান্ত অভিনয় করা ফহাদ ফাসিল এবং তারক পোন্নাপ্পা এর পরিবর্তে নাকি খলনায়কের চরিত্রে দেখা যেতে পারে বিজয় দেবেরাকোন্ডাকে।
ভক্তরা হতাশ হলেও সিনেমার পরবর্তী পর্বে নতুন কিছু দেখার আশা তাদের উদ্দীপ্ত করছে। এমনকি এতদিন পরেও ছবির প্রতি অনুরাগীদের উন্মাদনা কমেনি বরং নতুন সিক্যুয়েলের অপেক্ষা আরও তীব্র হয়ে উঠেছে।