
কমরেড কুণালের ‘মনীষা-রহস্য’: লাল দুর্গের গোপন কক্ষে কি তবে অন্য খেলার ইঙ্গিত?
ব্যুরো নিউজ ১১ জুন : বাম জমানার সেই ‘রহস্যময়’ মনীষা অন্তর্ধানের ঘটনা নিয়ে আসছে নতুন বাংলা ছবি ‘কর্পূর’। নাম শুনেই বোঝা যাচ্ছে, কর্পূরের মতো ‘উবে যাওয়া’ সেই ঘটনাকে আবারও বড় পর্দায় ফিরিয়ে আনছে পরিচালক অরিন্দম শীল। তবে ছবির সবচেয়ে ‘মজাদার’ দিক হলো, সাংবাদিক ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই ছবিতে একজন দুঁদে সিপিএম নেতার ভূমিকায় অভিনয় করেছেন! ভাবছেন, এ কেমন রসিকতা?