sunil gavaskar

ব্যুরো নিউজ, ১১ জুলাই:৭৫ এ পা সুনীল গাভাস্কার। আর সেই জন্মদিন উপলক্ষে দেশ এবং বিদেশের বহু গুণীজনের থেকে তিনি পাচ্ছেন অভিনন্দন। তিনি বর্তমানে রয়েছেন লন্ডনে সেখানেই অল্পবিস্তর আয়োজন করে নিজের ৭৫ বছর উদযাপন করবেন গাভাস্কার। আর এক ক্রিকেটার শচীন টেন্ডুলকার সমাজ মাধ্যমে জানিয়েছেন ‘আমি গাভাস্কার কে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে চাই। তিনি যেভাবে সকলের মন কেড়েছেন তা অভাবনীয়। বিশেষভাবে জন্মদিনে আমার নায়ক কে শুভেচ্ছা জানাতে চাই। ৭৫ বছর পার করেও আপনি সমান সুস্থ সাবলীল আছেন। আপনার দীর্ঘ জীবন নিরোগ শরীর প্রার্থনা করি।’ আরো বলেছেন ‘যত দিন যাচ্ছে আপনি তত তরুণ ও তাজা হয়ে উঠছেন। আরো চনমনে হচ্ছেন। বর্তমান সময়ের ক্রিকেটে ও আপনি নিজেকে জড়িয়ে রেখেছেন তাতে বোঝা যায় আপনি সত্যিই ভালোবাসেন খেলাটাকে।’

বাজেটের আগেই কিনতে পারেন এই সংস্থার শেয়ার, তাহলেই একেবারে কেল্লাফতে

পাকিস্তান থেকে শুভেচ্ছা বার্তা এসেছে

সূদুর বিদেশেও মোদী ম‍্যাজিক!নোবেলজয়ীর কথায়, মোদীর গুণ রাষ্ট্রনেতাদের থাকা উচিত

গাভাস্কার ক্রিকেট ছাড়ার পরে ধারা ভাষ্যকার হিসেবে ভারতীয় দলের সঙ্গে সারা বিশ্ব ঘুরছেন। তার ক্রিকেট ধারাভাষ্য সত্যি শোনার মতো। ৩৪ সেঞ্চুরির নায়ক টেস্ট ক্রিকেটে রেখে গেছেন তার কীর্তি। ওয়েস্ট ইন্ডিজে আগুনে ফাস্ট বোলিং আর অস্ট্রেলিয়ার লিলি টমসন সবাইকেই তিনি সাবলীল ভাবে খেলেছেন। আর মন কেড়েছেন সমস্ত ভারতীয় জনতার। বিদেশেও তার কম কদর নয়। পাকিস্তান থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। সেখানকার কিংবদন্তি ক্রিকেটার জাহির আব্বাস বলেছেন ,৭৫ হয়ে গেল তোমার,এভাবেই তুমি খেলে যাও। গাভাস্কারের ক্রিকেট মস্তিষ্ক ছিল প্রখর। গাভাস্কারের ব্যাটিং থেকে অনেক কিছু শিখেছি।’ আবার ‘জাভেদ মিয়াদাদ লিখেছেন সব চেয়ে দামী উইকেট ছিল গাভাস্কারেরই ।সে দেশের প্রক্তন ওপেনার মৌসিম খান বলেছেন করাচি, সারজা মুম্বাই যেখানেই হোক গাবাস্কার ব্যাট নিয়ে আমাদের বিরুদ্ধে  প্রাচীরের মত দাঁড়িয়ে যেতো।’ একবার ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ম্যালকম মার্শালের বলেন ‘ব্যাট ছেড়ে গিয়েছিল হাত থেকে। গাবাস্কার তারপরেই ম্যালকম মার্শাল কে বেধম পিটিয়ে সেঞ্চুরি করেন।’ ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার এন্ডি রবার্টস, জুয়েল গার্নার, ম্যালকম মার্শাল কিম্বা পাকিস্তানের ইমরান খান প্রত্যেককেই সামলেছেন বুক চিতিয়ে ,মাথায় হেলমেট কখনো পড়েননি গাভাস্কার। মাত্র একটা হেড গিয়ার পরে বিশ্বের সমস্ত মাঠে বোলারদের শাসন করেছেন সেই গাভাস্কার। ৭৫এ পা দিলে তাতেই উচ্ছ্বসিত তার সমকালীন এবং পরবর্তী প্রজন্মের ক্রিকেটাররা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর