ভারতীয় ফুটবলের নতুন দিকনির্দেশক সুব্রত পাল

ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে সুব্রত পালের জন্য। ফেডারেশন সূত্রে খবর, ‘স্পাইডারম্যান’ খ্যাত সুব্রত পাল শীঘ্রই ভারতীয় ফুটবলের ডিরেক্টর হিসেবে কাজ শুরু করবেন। যদিও এখনও সরকারি ঘোষণা বাকি, তবে ফুটবল মহলে খবরটি ছড়িয়ে পড়েছে। সুব্রত পালের ডিরেক্টর পদে আসা ভারতীয় ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে। কারণ, গত জুনে ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পরও কোচ মানোলো মার্কেসের অধীনে ভারতের জয় অধরা রয়ে গেছে।

খাদ্য সংকটের কবলে দেশ, দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ খাবার খেতে পান না, রাজনৈতিক দাবি কি শুধু ফাঁকা বুলি?

চার দিনের ছুটি

সুনীল ছেত্রী অবসর নিয়েছেন, আর তাঁর জায়গায় এখনো প্রতিস্থাপনযোগ্য ফুটবলার খুঁজে পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে, ফুটবলের উন্নতির জন্য সুব্রত পালের পদক্ষেপগুলো কতটা কার্যকরী হবে, তা নিয়ে সব নজর এবার তাঁর দিকে।ভারতীয় ফুটবলের ফিফা র‌্যাঙ্কিংও ক্রমশ পিছিয়ে পড়েছে, বর্তমানে ভারতের স্থান ১২৬ নম্বরে। এই অবস্থায় সুব্রত পালের নেতৃত্বে ভারতীয় ফুটবল কি নতুন দিশা খুঁজে পাবে? বাংলার ফুটবলপ্রেমীরা এখন সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছেন, যাতে অবশেষে সুব্রত পালের ফুটবলের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা শুরু হয়।এদিকে, মহমেডান স্পোর্টিং ক্লাবের কোচ আন্দ্রে চের্নিশভও বেতন সমস্যা নিয়ে ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বর্তমানে ফুটবলারদের চার দিনের ছুটি দেওয়া হয়েছে, যার ফলে তাদের উপস্থিতি বৈঠকে সম্ভব হয়নি।

শাশুড়ির মৃত্যু কামনা করে মন্দিরের প্রণামী বাক্সে ২০ টাকার নোট? ভক্তের অবাক করা প্রার্থনায় চোখ কপালে পুরহিতদের

মহমেডান কর্তৃপক্ষ দাবি করেছে, নভেম্বর পর্যন্ত ফুটবলারদের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে এবং ডিসেম্বরের বেতনও খুব শিগগিরই দেওয়া হবে। তবে, অন্য একটি লগ্নিকারী সংস্থার সঙ্গে এ বিষয়ে এখনও কোন আলোচনা হয়নি বলে জানানো হয়েছে।এই সময়টাই কি মহমেডান এবং ভারতীয় ফুটবলের জন্য পরিবর্তনের সময়? ফুটবলের অগ্রগতির জন্য পদক্ষেপগুলো কতটা ফলপ্রসূ হবে, সেটা দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর