Mamata's budget announcement

ব্যুরো নিউজ, ৩ ফেব্রুয়ারি: গত বৃহস্পতিবার কেন্দ্রে ঘোষিত হয়েছে অন্তর্বর্তী বাজেট। এবার রাজ্য বাজেট ঘোষণার পালা। এবারের কেন্দ্রীয় বাজেট পূর্ণাঙ্গ বাজেট না হওয়ায়, তাতে বিশেষ কোন চমকও দেখতে পাওয়া যায়নি। এবার রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আছে পশ্চিমবঙ্গের আম জনতা। এবার দেখার বিষয় হলো, পশ্চিমবঙ্গের মানুষের জন্য রাজ্য সরকার কোন কোন চমক আনতে চলেছে। উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। বৃহস্পতিবার তথা লক্ষ্মীবারে (৮ তারিখ) বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। ৮ তারিখ বাজেট পেশের পর আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি তা নিয়ে বিধানসভায় আলোচনা হবে। রাজ্য বাজেট পেশ করার দিন ঘোষণার আগে বিধানসভায় সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে বিজেপির কোন বিধায়ক উপস্থিত ছিলেন না। তবে সেখানে উপস্থিত ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী

রাজ্য বাজেট ঘোষণা মমতার 

mamata bondyopadhyay

এদিকে সর্বদল বৈঠকের পর, বিরোধীদের অনুপস্থিতির প্রসঙ্গে মুখ খুলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি আক্ষেপ করে বলেছেন, “বিধানসভায় বিরোধীদের উপযুক্ত ভূমিকা থাকা উচিত। ইতিমধ্যেই গত বৃহস্পতিবার পেশ হয়েছে কেন্দ্রের অন্তর্বর্তী বাজেট। বিরোধী দলনেতার আচরণ এ ক্ষেত্রে ভালো না। তাঁকে সংযত থাকতে হবে”।

এ হেন পরিস্থিতিতে যখন একদিকে  বিধানসভায় বিরোধীদের নিয়ে স্পিকার আক্ষেপ করছিলেন, তখন অন্যদিকে গতকাল ধরনা মঞ্চ থেকে কেন্দ্রীয় বাজেট প্রসঙ্গে সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে বিঁধে তিনি বলেছেন, ‘এই বাজেটে গরিবদের জন্য কোন কথা বলা হয়নি। উপরন্তু বাজেটে কমিয়ে দিয়েছে ফুড সাবসিডি। চাষিদের জন্যও সেই বাজেটে কিছু নেই। আমরা তো মহিলাদের জন্য ৫০ শতাংশ আগেই সংরক্ষণ করে রেখেছি’।

এরপর তিনি আরও বলেন, ‘ওরা নাকি ২৫ বছর পরে সব করবে। তাহলে ২০২৪-এর বাজেট করল কেন’? সব কিছু কেন ২৫ বছর, ৫০ বছর পরে? এখন কি তাহলে লোকে আঙুল চুষবে? ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর