protest

ব্যুরো নিউজ,২১ এপ্রিল: স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের নিয়োগে অনিয়ম সংক্রান্ত মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি ফিরে পাওয়ার দাবিতে উত্তাল গোটা রাজ্য। সেই প্রেক্ষিতেই সোমবার (২২ এপ্রিল) প্রকাশিত হওয়ার কথা ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’দের তালিকা। সন্ধ্যার দিকে এই তালিকা প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর। তার আগেই উত্তপ্ত হয়ে উঠেছে করুণাময়ী চত্বর। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত অবস্থান চলবে এসএসসি দফতরের সামনে।

SSC চাকরি হারারা ফেরত পাচ্ছেন চাকরি? সুপ্রিম কোর্টের চার বড় নির্দেশ

তালিকা প্রকাশের আগেই বিক্ষোভ শুরু

সোমবার সকাল থেকেই চাকরি হারানো শিক্ষক-শিক্ষাকর্মীরা জমায়েত শুরু করেছেন সল্টলেক করুণাময়ীতে। ‘সংগ্রামী যৌথ মঞ্চ’, ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’, এবং ‘গ্রুপ-সি, গ্রুপ-ডি শিক্ষাকর্মী মঞ্চ’-এর প্রতিনিধিরা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত এসএসসি যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করছে, ততক্ষণ তাঁরা এসএসসি ভবনের সামনে অবস্থান চালিয়ে যাবেন।

SSC চাকরি হারাদের চাকরি গেল, পাঠ গেল, ভবিষ্যৎও কি গেল?

তালিকা প্রকাশ হলেও আন্দোলন থেমে যাবে এমনটা নয়, সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ’-এর আহ্বায়ক চিন্ময় মণ্ডল বলেন, “তালিকা প্রকাশ হলেই আন্দোলন শেষ হয়ে যাবে, এমন ভাবার কারণ নেই। তালিকার বিষয়বস্তু, স্বচ্ছতা এবং কমিশনের দায় স্বীকার—সব কিছু খতিয়ে দেখেই আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
আর এক আন্দোলনকারী প্রতিনিধি মহম্মদ আবদুল্লা আল মঞ্জুম বলেন, “শুধু নাম প্রকাশ করলেই হবে না। এসএসসি সেখানে দায় স্বীকার করছে কি না, সেটাও গুরুত্বপূর্ণ।”

মিলেগেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়! SSC-র শুনানির পর কী বলছেন প্রাক্তন বিচারপতি?

এই তালিকা প্রকাশ ঘিরে গত ১১ এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি হারানোদের প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছিল। সেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও উপস্থিত ছিলেন। বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছিল, ২১ এপ্রিলের মধ্যে তালিকা প্রকাশ করার চেষ্টা করবে কমিশন। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই সোমবার এসএসসি ভবনের দিকে মিছিলের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এই তালিকায় যদি স্বচ্ছতা না থাকে, কিংবা কমিশন দায় না নেয়, তাহলে তাঁদের অবস্থান বিক্ষোভ আরও তীব্র হবে। এ দিন সন্ধ্যায় চাকরি হারানোদের একটি প্রতিনিধি দল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে বসবেন। ফলে সোমবারের আন্দোলন আরও তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, প্রয়োজনে রাস্তাও অবরোধ করা হতে পারে। সমস্ত নজর এখন এসএসসির ওপর—তালিকা আদৌ প্রকাশ পায় কি না, আর তাতে সন্তুষ্ট হন কি না আন্দোলনকারীরা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর