Slovak PM Attacked

ব্যুরো নিউজ, ১৬ মে : প্রকাশ্য রাস্তায় গুলিবিদ্ধ প্রধানমন্ত্রী। গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

প্রথমবার CAA-র অধীনে নাগরিকত্ব পেলেন ১৪ জন

স্লোভাকিয়ায় ‘হাউস অব কালচার’ সরকারি ভবনের বাইরে প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলি করা হয়। জানা গিয়েছে, স্লোভাক সংসদের অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীর ওপর গুলি করা হয়। ঘটনায়, ডেপুটি স্পিকার লুবোস ব্লাহা অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন।

গতকাল অর্থাৎ ১৫ মে  হাউস অব কালচার ভবনে অধিবাশন চলছি। আর তখনই স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে লক্ষ করে একাধিক বার গুলি করা হয়। জানা গিয়েছে তাঁর পেটে অন্তত চারটি গুলি লেগেছে। একইসঙ্গে বন্দুক-সহ আটক করা হয়েছে আততায়ীকেও। বর্তমানে সংকটজনক অবস্থা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর

এদিকে জানা গিয়েছে, যে ব্যাক্তি গুলি করেছে তাঁর বয়স ৭০ ঊর্ধ্ব। রবার্ট ফিকো গত সেপ্টেম্বর মাসেই সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রী হন।  এদিকে তাঁর বিদেশ নীতি নিয়ে তিনি সমালোচনার মুখেও পড়েছেন। তবে ফিকোর ওপর ৭০ ঊর্ধ্ব ওই ব্যক্তির হামলার কারন এখনো স্পষ্ট না হলেও, ওয়াকিবহল মহল এর জন্য ফিকোর রাশিয়াপন্থী মনোভাবকেই ঠাওরেছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর