ব্যুরো নিউজ,২ নভেম্বর:এক সময় নভেম্বর মাস এলেই বঙ্গে শ্যামা পোকার আগমন দেখা যেত। বিশেষত লক্ষ্মী পূজার সময় থেকেই এই পোকার দেখা মিলত। কিন্তু এবারে অক্টোবর শেষ হয়ে নভেম্বর শুরু হলেও শ্যামা পোকার দেখা মিলছে না। পরিবেশ প্রেমীরা উদ্বিগ্ন হয়েছেন এই বিষয় নিয়ে। তাদের মতে, হয়তো পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই এই পরিবর্তন।
শ্যামা পোকার সংখ্যা কমে গেছে
শ্যামাপোকা একটি ফড়িং ধরনের পতঙ্গ, যা সাধারণত তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা হয়। আগস্ট মাসে এদের প্রজনন শুরু হয় এবং সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে তাদের সংখ্যা বেড়ে যায়। নভেম্বর মাসে শীত পড়লে এদের সংখ্যা কমে যায়। শ্যামা পোকার খাদ্য হল ধানের নতুন শীষ। পশ্চিমবঙ্গের কৃষিজমিতে তাদের পাওয়া যায়, বিশেষ করে রাতের বেলায়।শহরের পরিবেশ কর্মী গৌতম পাত্র জানান, শৈশবে তিনি রাতে হ্যারিকেন জ্বালালে শ্যামা পোকার দল দৌড়ে আসত। কিন্তু এ বছর তাদের আর দেখা মিলছে না। বনানী কাক্কার, কলকাতা থেকে, বলছেন যে জলাভূমি ভরাট হওয়ার কারণে শ্যামা পোকার সংখ্যা কমে গেছে।
জলপ্রপাতের ধারে চড়ুইভাতির নতুন ঠিকানা, কম খরচে ঘুরে আসুন ঝাড়গ্রামের বেলপাহাড়ি
কলকাতা পুরসভার বিশেষজ্ঞ দেবাশীষ বিশ্বাস জানান, কৃষকদের সশ্যে কীটনাশক করার কারণে শ্যামা পোকার আর দেখা মিলছে না।কালীপুজোর সময় বাজির ধোঁয়া ও সালফার গ্যাসও তাদের ক্ষতি করছে। জলবায়ু পরিবর্তনের কারণে শ্যামা পোকার বৃদ্ধি কমে গেছে।এগুলো সবই পরিবেশের অস্বাভাবিক পরিবর্তনের চিহ্ন। আমাদের উচিত এই সংকেতগুলোকে গুরুত্ব দিয়ে দেখা।
 
				
 
								 
								 
								 
								
















