ওড়িশায় কঠোর গোহত্যা আইনঃ অসমের পথে হাঁটতে চলেছে বিজেপি সরকার
ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:গোহত্যা রোধে অসমের পর এবার কঠোর পদক্ষেপ নিতে পারে ওড়িশা সরকার। ইতিমধ্যেই রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বিরাজ হরিচন্দন জানিয়েছেন সরকার গোহত্যা রোধে নতুন আইন আনতে সক্রিয়। এমনকি চলতি বিধানসভা অধিবেশনে এই বিষয়ে প্রাইভেট বিল আনা হতে পারে।ওড়িশার প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী গোকুলানন্দ মল্লিক বলেছেন ‘গোহত্যা বা গো-মাংস সংক্রান্ত কোনো ঘটনা জানলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ যদিও ওড়িশায় ১৯৬০ সালের