আর জি করে নির্যাতিতার পরিবারকে পাশে থাকার প্রতিশ্রুতি শুভেন্দুর

ব্যুরো নিউজ,৪ নভেম্বর:রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত রবিবার ভাইফোঁটার সন্ধ্যায় আরজি কর মেডিক্যালের নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে একান্তে আলোচনা করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। শুভেন্দু বাবু জানান, এই বৈঠকে উপস্থিত কিছু সংখ্যক মানুষ তাকে বলেন যে, তিনি তাদের মেয়েকে বোন হিসেবে দেখেছেন, তাই বিচার দেওয়ার দায়িত্ব তার।

ওয়াশ আউট, রোহিত ব্রিগেডের দর্পচূর্ণ

আইনের দরবারে ও জনতার আদালতে

শুভেন্দু বলেন, ‘আমি নিঃশর্তভাবে ওই পরিবারের সঙ্গে ছিলাম। আজ থেকে আমাদের সম্পর্ক আরও জোরদার হল। আমরা একসঙ্গে বিচারের জন্য লড়াই করব।’ তিনি জানান, নির্যাতিতার বাবা-মা অভিযোগ করেছেন যে, পুলিশের এবং স্বাস্থ্য বিভাগের কিছু কর্মকর্তা ও সিভিক ভলান্টিয়াররা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তাদের দাবি, সরকারী এই ধর্ষণ ও খুনের বিচার হওয়া প্রয়োজন।শুভেন্দু আরও বলেন, ‘ওনারা দুটি বিষয় স্পষ্ট করে জানিয়েছেন—প্রথমত, সংগঠিত ধর্ষণ হয়েছে এবং এর সঙ্গে যারা যুক্ত, তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। দ্বিতীয়ত, এটি সরকারি ধর্ষণ, হত্যা এবং প্রমাণ লোপাট। তাই প্রকৃত বিচার পাওয়ার জন্য তারা চান প্রকৃত বিচার হয় যেন আইনের দরবারে ও জনতার আদালতে ।

কানাডার হিন্দু মন্দিরে হামলাঃ ট্রুডোর ‘খলিস্তান প্রীতি’র বিরুদ্ধে প্রতিবাদ

অপরদিকে অমিত শাহের সঙ্গে নির্যাতিতার বাবা-মায়ের সাক্ষাৎ নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে। শুভেন্দু বলেন, ‘আমি তাদের জানিয়েছি যে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে আমি বার্তা পৌঁছে দিয়েছি।আমার নেতা অমিত শাহ যা বলেছেন, আমি সেটা তাদের জানিয়েছি।’ শুভেন্দুর এই প্রতিশ্রুতি এবং সমর্থন, নির্যাতিতার পরিবারকে আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন অনেকেই। তারা চান, এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং দোষীদের শাস্তি নিশ্চিত করা হোক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর