ওয়াশ আউট, রোহিত ব্রিগেডের দর্পচূর্ণ

ব্যুরো নিউজ,৪ নভেম্বর:পরপর তিন টেস্টে কিউই দের কাছে ভারতের মাটিতে টানা পরাজয়ের পর কড়া সমালোচনার মুখে রোহিত ব্রিগেড। রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে  স্টেডিয়ামে কফিনে শেষ পেরেক পুঁতে দিল ল্যাথাম এন্ড কোম্পানি। পরাস্ত হওয়ার পরও মুখ খোলার চেষ্টা করেছেন ক্যাপ্টেন রোহিত শর্মা তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার থেকে কপিল দেব বীরেন্দ্র শেহবাগ যুবরাজ সিং রা আত্ম সমীক্ষার কথাই বলেছেন রোহিতদের। এই পরাজয় সামনের অস্ট্রেলিয়া সফরের আরো বড় অভিশাপ হয়ে ফিরে আসলে মুখ দেখাবার জায়গা থাকবে না রোহিত এন্ড কোম্পানির। কিন্তু তবুও রিসভ পন্থকে (৬৪) বিতর্কিত আউট নিয়ে মুখ খুলেছেন রোহিত। আর নিজে অবশ্য রান করেছেন একটি ইনিংসেই ৫২ ছাড়া বাকিগুলিতে ২,০,৮,১৮,১১ আর তার সঙ্গে যোগ্য সঙ্গত করেছেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে ৭০ রানের ইনিংস বাদ দিলে বাকি পাঁচটিতে তার মোট রান ২৩। আর তৃতীয় তথা শেষ টেস্টে বিরাটের দ্বিতীয় ইনিংসে অবদান মাত্র ১। তবে তিনি রোহিতের মতো মুখ খোলার সাহস দেখাননি।

কানাডার হিন্দু মন্দিরে হামলাঃ ট্রুডোর ‘খলিস্তান প্রীতি’র বিরুদ্ধে প্রতিবাদ

অনফিল্ড আম্পায়ার এর সিদ্ধান্তই সঠিক

বাংলাদেশকে পরাস্ত করে আর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রহিতের পা মাটিতে পড়ছিল না। কিন্তু এবার নিউজিল্যান্ডের কাছে অসম্মানজনকভাবে হেরে প্রপাত ধরণী তলে। দেশের মাঠে গত ২৫ বছরে এ ধরনের ধারাবাহিক পরাজয় দেখেনি ভারতবাসী। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য দরকার ছিল ১৪৭ রান কিন্তু ২৫ রান আগেই থেমে যায় ভারতের ইনিংস। শেষ হয় মাত্র ১২১ রানে। আর সেখানে ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের রান দেখলে চোখ কপালে উঠবে অনেক নির্বাচকেরও ।যশস্বী ৫ রান,রোহিত ১১ , শুভমান গিল ১, বিরাট কোহলি ১ ,আকাশ দ্বীপ শুন্য, সরফরাজ ১ , জাদেজা ৬, অস্বীন ৮, ওয়াশিংটন ১২ আর সিরাজ নট আউট শূন্য। তবে রিশভ পন্থ 64 রানের অনবদ্য ইনিংস খেলেন।ঋষভের মাত্র ৫৭ বলে ৬৪ রানের মধ্যে ছিল নটি চার ও একটি ছক্কা। তবে তার আউট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। কারণ আজাজের  একটি বলে রিশভ ফ্ক্রিজের বাইরে সামনের প্যাডে খেলেন। গ্রাউন্ড আম্পায়ার নট আউট ঘোষণা করেন।আবেদন নাকচ হওয়ার পরেও  টম ল্যাথাম  ডিআরএস নেন। সেখানে থার্ড আম্পায়ার পল রিফেল বারবার রিপ্লে দেখে তার মনে হয় ব্যাটে যেন বল ছুঁয়ে গেছে।ফলে তিনি আউট দেন। স্তম্ভিত রিশপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ক্রিজে। তারপর হাটি হাটি পায়ে পায়ে মাথা নিচু করে প্যাভেলিয়ানের দিকে হাটা দেন। এখানেই রোহিত শর্মা বলেছেন কনক্লুসিভ না হলে অনফিল্ড আম্পায়ার এর সিদ্ধান্তই সঠিক ধরা হয়।

দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর

কিন্তু এক্ষেত্রে পল রিপেলের সিদ্ধান্ত কার্যকর হলো। সেটি বিস্ময়ের।তবে রোহিত যাই বলুক না কেন টমের বাকি আট জনে ৮০ রান করতে পারবেন না এমন  যোগ্যতা না থাকায় সমালোচনায় বিদ্ধ হচ্ছেন রোহিত শর্মা। রোহিত অবশ্য বলেছেন তিনি ক্যাপ্টেন ও ব্যাটসম্যান হিসেবে ব্যর্থ।রোহিত জানিয়ে দিয়েছেন তার স্ত্রী সন্তানসম্ভবা তাই অস্ট্রেলিয়াতে হয়তো প্রথমদিকে খেলতে পারবেন না। পরে যোগ দেবেন। কিন্তু আম ভারতবাসীর প্রশ্ন কেন যোগ দেবেন? যোগ দিয়েই বা কি করবেন? সে জায়গায় কোন সম্ভাবনাময় উঠতি ব্যাটার কে জায়গা দিলে ভালো।আর রোহিত না থাকায় অস্ট্রেলিয়ায় ক্যাপ্টেনশিপ করবেন  বুমরা। রোহিত অবশ্য অস্ট্রেলিয়ায় জেতার জন্য আশার বাণী শুনিয়েছেন।তবে ভারতবাসী মেনে নিয়েছেন যে রোহিত ব্রিগেডের দর্প মিশে গেছে ধুলোয়। অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য ফল না করতে পারলে বিশ্বকাপে অসুবিধায় পড়তে পারে ভারত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর