ব্যুরো নিউজ,১৯ আগস্ট: নাইট ডিউটিতে মহিলাদের বিভিন্ন নিষেধাজ্ঞার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিলাদের সংসদে আসন সংরক্ষণ করা হচ্ছে, জনকল্যাণমূলক কার্যে মহিলাদের যুক্ত করা হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তা নেই। অ্যাডভাইসরি ডিরেকশন দিয়ে মহিলাদের নাইট ডিউটি করতে নিষেধ করা হচ্ছে সেটাই বড় লজ্জার। ঠিক এভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন শুভেন্দু।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিল্লি যাবার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন। আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ অশান্ত। রাজ্যবাসী এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন। গোটা রাজ্যবাসীর দাবি মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং আরজিকর কাণ্ডের নারকীয় খাটনার দোষী দের উপযুক্ত শাস্তি দেওয়া। এরকম সময় হঠাৎ করে রাজ্য সরকার এডভাইসারী জারি করেছে যে রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। এই ব্যাপারে শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করা হলে তিনি বলেন এই অ্যাডভাইজারই ডিরেকশন দেওয়ার ঘটনাটি লজ্জার, এই লজ্জা রাখার কোন জায়গা নেই।
Rg Kar Case: বৃষ্টিকেও উপেক্ষা করে প্রতিবাদ
নবান্ন অভিযানের জন্য নিহতের বাবাকে অনুরোধ
যেখানে সংসদে বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে, মহিলাদের কেন্দ্রীয় জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট করা হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার এডভাইসারি ডিরেকশন দিয়েছেন যে রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ নয়। মহিলাদের রাত্রেবেলা ডিউটি করতে বারণ করেছে।শুভেন্দু অধিকারী কে প্রশ্ন করা হয় যে মহিলা মুখ্যমন্ত্রী সব সময় মহিলা সংরক্ষণে কথা বলেন এবং এই রাজ্যে সবথেকে বেশি মহিলা আসন দেয় অথচ সেই সরকারি এডভাইসারি আনছে যে রাত্রে মেয়েরা ডিউটি করবে না এটার অর্থ কি? উত্তরে শুভেন্দু অধিকারী জানান পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা, নারী স্বাধীনতা,নারী নিরাপত্তা, নারীর অধিকার সবটাই বিপন্ন। অবশ্যই তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Beauty Tips: নতুন জুতো পড়ে পায়ে ফোস্কা? সমস্যার সমাধান
জানা যাচ্ছে আরজি কর কাণ্ডের তিলোত্তমার বাবা-মা মুখ্যমন্ত্রীর ওপর ভীষণ বিরক্ত কারণ তাদের মেয়ের পক্ষে যারা প্রতিবাদ করছে মমতা তাদের ওপর আক্রমণ করছে। এ বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন যে তিলোত্তমার বাবাকে তিনি অনুরোধ করবেন যাতে জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার কলটা তার বাবা তাদের দেন,কারণ প্রত্যেক পার্টির ই একটা পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে। তাই তারা নিজে থেকে কোন কল দিতে পারেন না। কিন্তু তার বাবা যদি একবার কল দিয়ে বলেন মুখ্যমন্ত্রী 25 তারিখের মধ্যে পদত্যাগ না করেন,তাহলে রাজ্যবাসী সবাই যাতে জাতীয় পতাকা হাতে নবান্ন যাওয়ার আহ্বান করেন। তারপরে বাকিটা তিনি দেখে নেবেন। তিনি আরো বলেছেন মমতা পুলিশ মন্ত্রী হিসেবে ও ব্যর্থ খেলা পরিচালনা করতে পারেন না। কালকে ডার্বি ম্যাচ বন্ধ করিয়ে দিয়েছেন এবং রাজ্যের খেলাটা ঝাড়খন্ডে চলে গেছে। এটাও রাজ্যের জন্য ভীষণ লজ্জা জনক। প্রতিবাদ কখনো থামানো যায় না।