ব্যুরো নিউজ,১৪ এপ্রিল: সুস্মিতা সেনের ভাই রাজীব সেন ও তাঁর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী চারু আসোপা আবারও শিরোনামে। বিচ্ছেদের পরও তাঁদের সম্পর্কের টানাপোড়েন যেন থামছেই না। সম্প্রতি চারু অনলাইনে নিজের কিছু পোশাক বিক্রির মাধ্যমে আর্থিক সংকটের ইঙ্গিত দেন। জানিয়েছেন, মেয়ের দায়িত্ব ও অর্থাভাবের কারণে তাঁকে মুম্বই ছেড়ে বিকানের ফিরে যেতে হয়েছে। এরপরই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসেন রাজীব সেন।
শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি
দ্বন্দ্বের কেন্দ্রে অর্থ ও অভিভাবকত্ব, পাল্টা প্রতিক্রিয়ায় রাজীব-চারু
রাজীবের দাবি, চারু যেভাবে নিজেকে দুঃস্থ হিসাবে তুলে ধরছেন, বাস্তবে তিনি মোটেই ততটা আর্থিকভাবে সমস্যায় নেই। তিনি বলেন, “যিনি প্রমোদতরীতে ঘুরতে পারেন, তিনি দারিদ্র্যের ছবি আঁকছেন কেন?” শুধু তাই নয়, রাজীব চারুকে “স্বার্থপর ও ভণ্ড” বলেও কটাক্ষ করেন।
শিকড়ে ফেরার চেয়ে মিষ্টি কিছু হয়? রাহুল দেখালেন কেমন করে জিতে নেয়া যায় ঘরের মাঠ!
এদিকে জানা গিয়েছে, রাজীব দিল্লি থেকে চারুর সঙ্গে যোগাযোগ করে মেয়েকে দেখতে চেয়েছিলেন। চারু নাকি তাতে বাধা দেননি, বরং সমাজমাধ্যমে রাজীবের শহরে আসার খবরে স্বাগত জানিয়েছেন। কিন্তু রাজীবের অভিযোগ, বিচ্ছেদের পর থেকে চারু মেয়ে জিয়ানাকে তাঁর সঙ্গে সময় কাটাতে দিচ্ছেন না। এই প্রসঙ্গে রাজীব সমাজমাধ্যমে লেখেন, “এমন মানুষদের মুখ যতক্ষণ মিষ্টি, ততক্ষণই তাঁরা কিছু চায়। তাদের ব্যবহার পরিবর্তন হয় স্বার্থসিদ্ধি অনুসারে।”
১৪ বছর পর ‘নিরাপদ’ হলেন নিরাপদ মণ্ডলের পরিবার!
অন্যদিকে চারুও চুপ থাকেননি। তিনি জানান, বিকানেরে একটি বাড়ি কেনার জন্য তিনি লোন নিয়েছেন। এর প্রতিক্রিয়ায় রাজীব বলেন, “যিনি বাড়ি কিনতে পারেন, তাঁর আর্থিক অনটন থাকার কথা নয়।” পাল্টা জবাবে চারু বলেন, “ছোটবেলা থেকে আরাম-আয়েশে যাঁরা বড় হয়েছেন, তাঁরা কখনও বুঝবেন না লোন নিয়ে সংসার চালানোর বাস্তবতা।” বর্তমানে এই দাম্পত্য দ্বন্দ্ব সমাজমাধ্যমে জনসমক্ষে চলে এসেছে। বারবার একে অপরকে কটাক্ষ করে চলেছেন তাঁরা। কোথায় এর শেষ হবে, তা ভবিষ্যতই বলবে। তবে বিচ্ছেদের পরও তাঁদের দ্বন্দ্ব থামার নাম নিচ্ছে না, বরং আরও জটিল হয়ে উঠছে বলেই মনে করছেন নেটিজেনরা।