ব্যুরো নিউজ, ৯ ফেব্রুয়ারি: রাজ্যের একাধিক জেলে অন্তঃস্বত্ত্বা মহিলা বন্দিরা। এক আইনজীবীর পেশ করা রিপোর্টে রীতিমতো চাঞ্চল্য।
তৃণমূলে দেবের বেহালায় করুন সুর
বাংলার একাধিক জেলে অন্তঃস্বত্ত্বা মহিলারা। এমনকী এখনও পর্যন্ত বিভিন্ন জেলে ১৯৬ জন সন্তানের জন্ম হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ওই আইনজীবী। তবে কারামন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, এমন কোনও অভিযোগ তাঁর দফতরে জমা পড়েনি।
দায় এড়াচ্ছেন কারামন্ত্রী!
অখিল গিরি এ বিষয়ে জানিয়েছেন, “কারা এই অভিযোগ করেছেন তা আমি জানি না। অভিযোগে নির্দিষ্ট কোনও সংশোধনাগারের কথা উল্লেখ করেননি। উল্লেখ করলে দেখব।” তিনি জানিয়েছেন, এ রাজ্যে চারটি মুক্ত সংশোধনাগার আছে, যেখানে পরিবারের সঙ্গে থাকতে পারেন বন্দিরা। সেখানে এই ঘটনা ঘটেছে কি না, সেটাও দেখতে হবে। তিনি আরও বলেন, দফতরে এই ধরনের অভিযোগ আসেনি। আলিপুর বাদে সব জায়গায় মহিলা পুরুষ আলাদা সেল রয়েছে।
জানা গিয়েছে, জেলের মহিলা বন্দিদের বিষয়ে ওঠা অভিযোগের ভিত্তিতে জেল কর্তৃপক্ষগুলোর কাছ থেকে রিপোর্ট চেয়েছে কারা দফতর। আগামী সোমবার মামলাটির শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গিয়েছে। ইভিএম নিউজ