পুস্পিতা বড়াল, ২২ মার্চ: মমতা বন্দ্যোপাধ্যায় পাশে দাঁড়ালেন অরবিন্দ কেজরিওয়ালের। সম্প্রতি গ্রেফতার হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো জনগণের ভোটে নির্বাচিত মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে খড়গহস্ত হয়ে উঠেছে, তিনি নিজেই এই কথা লিখেছেন এক্স হ্যান্ডেলে। সঙ্গে তিনি আরও জানিয়েছেন, তাঁর কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথাও হয়েছে। এছাড়াও ইন্ডিয়া জোটের প্রতিনিধি দল কেজরির গ্রেপ্তারির প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে যাবে শুক্রবার। রয়েছেন তৃণমূলের দুজনও রয়েছেন সেই দলে।
সেলিব্রিটিদের বার্তা কেন্দ্রের! অনলাইনে কোনওরকম জুয়ার প্রচার-বিজ্ঞাপন করা যাবে না
এক্স হ্যান্ডেলে কি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
কেজরি গ্রেপ্তার হন বৃহস্পতিবার রাতে। তৃণমূল সুপ্রিমো পরের দিনই এক্স হ্যান্ডেলে দীর্ঘ টুইট করে গ্রেপ্তারির বিরোধিতা করে তিনি বলেন,”জনতার ভোটে নির্বাচিত বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের নিশানা করা হচ্ছে। তাঁরা গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু যাদের বিরুদ্ধে ইডি, সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাঁরা বিজেপিতে গিয়ে দিব্যি নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। এটা গণতন্ত্রের উপর বিরাট আঘাত। জনতার ভোটে নির্বাচিত দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারিতে আমি তীব্র প্রতিবাদ জানাই।”
পর্যটকদের জন্য সুখবর! খুলছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন
সঙ্গে মমতা আরও জানান, তাঁর কথা হয়েছে কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে। মুখ্যমন্ত্রী আপ সুপ্রিমোর পাশে থাকার বার্তাও দিয়েছেন। সেই সঙ্গে আরও জানিয়েছেন, ইন্ডিয়া জোট কেজরির গ্রেপ্তারির বিরোধিতা করে একজোট হয়ে প্রতিবাদ করবে। তৃণমূলের দুই সদস্য রয়েছেন প্রতিনিধি দলে। প্রতিনিধি দলে থাকবেন রাজ্যসভার দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং নাদিমুল হক।