Good news for tourists! Tulip garden of Kashmir is opening

ব্যুরো নিউজ, ২২ মার্চ: ভূস্বর্গ কাশ্মীর। আর এই ভূস্বর্গই মানুষের কাছে বিশেষ আকর্ষণ। প্রতি বছরই বহু মানুষ আসেন কাশ্মীর ঘুরতে। পেহেলগাঁও, ডাল লেকের মত কাশ্মীরের অন্য আকর্ষণ টিউলিপ গার্ডেন।

বেআইনি নির্মাণ আটকাতে পদক্ষেপ লালাবাজারের

Advertisement of Hill 2 Ocean

এই টিউলিপ গার্ডেনের নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। জম্মু ও কাশ্মিরের শ্রীনগরেই রয়েছে এই টিউলিপ গার্ডেন। র্বে এটি সিরাজ বাগ নামে পরিচিত ছিল। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপের বাগান। বাগানটি প্রায় ৩০ হেক্টর অর্থাৎ ৭৪ একর এলাকা জুড়ে বিস্তৃত। ২০০৭ সালে কাশ্মীরে ফুলের চাষ এবং পর্যটনকে উৎসাহিত করার লক্ষ্যে বাগানটি খোলা হয়। এই টিউলিপ বাগানে প্রায় ৭৩ প্রজাতির টিউলিপ রয়েছে। আর এই টিউলিপ বাগান পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ।

রাজ্যের মুখ্যসচিবকে তলব কলকাতা হাইকোর্টের

গত বছর এই টিউলিপ গার্ডেন দেখতে রেকর্ড সংখ্যক দর্শক ভিড় জমিয়েছে। ২০২৩ সালে মার্চ থেকে এপ্রিল এই এক মাসের ব্যবধানে ৩ হাজার বিদেশী পর্যটক সহ ৩ লক্ষ ৬৫ হাজার পর্যটকরা বাগানটি পরিদর্শন করেন। তবে বন্ধ থাকলেও এই ফুলের সময়ে ফের খুলছে টিউলিপ গার্ডেন। জানা গিয়েছে আগামী শনিবার থেকে খুলে যাচ্ছে কাশ্মীরের টিউলিপ গার্ডেন।




		

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর