Train Service

ব্যুরো নিউজ, ১৩ এপ্রিল: পয়লা বৈশাখে বাতিল একাধিক লোকাল ট্রেন।

আজ শনিবার এই ৫ রাশির কাদের ভালো কাটবে! কী বলছে ঋতুরাজের গণনা!

নববর্ষেও যাত্রী দুর্ভোগ!

প্রতিদিনই কিছুনা কিছু দুর্ভোগ যাত্রীদের কপালে প্রায় লেগেই আছে। কখনও ট্রেন লেট। আবার কখনও লাইনে কাজের জন্য একাধিক ট্রেন বাতিল ও ট্রেন লেট। আর নিত্য অফিস যাত্রীরা এই দুর্ভোগে কার্যত নাজেহাল। এমনকি বছরের প্রথম দিনও নিস্তার নেই।

Advertisement of Hill 2 Ocean

নববর্ষে সরকারি ছুটি থাকলেও অনেক প্রাইভেট কোম্পানি অন্যান্য সাপ্তাহিক দিনের মত খোলা। তাই কর্মীদেরও অফিস পৌঁছতে হবে। আর অনেক ক্ষেত্রেই বহু যাত্রী রেল পরিষেবার ওপর নির্ভর। তাই অগত্যা এদিনও যাতায়াত ট্রেনেই। কিন্তু এর আগেই রেল কর্তৃপক্ষ শোনাল দুঃসংবাদ।  পয়লা বৈশাখ বাতিল ১০টি লোকাল ট্রেন।

শাড়ি কি ক্যানসারের কারণ হতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

হাওড়া-ব্যান্ডেল সেকশনের যাত্রীদের জন্য চরম দুর্ভোগ। হাওড়া ইয়ার্ডের রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল করা হয়েছে বহু ট্রেন। ওইদিন ইয়ার্ডের বেশকিছু গুরুত্বপূর্ণ অংশে মেরামতের কাজ হবে। আর এই রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন সংশ্লিষ্ট শাখায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

হাওড়া থেকে ৩৭২১১, ৩৭২১৩, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩০৩ ও ব্যান্ডেল থেকে ৩৭২১২, ৩৭২১৪। তারকেশ্বর থেকে ৩৭৩১২, ৩৭৩১৪ ও  সিঙ্গুর থেকে ৩৭৩০৪ এই লোকাল ট্রেন গুলি বাতিল করা হয়েছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর