কলকাতা

ব্যুরো নিউজ ২৩ অক্টোবর : কলকাতা পুরসভা দ্বিতীয় বর্ষপূর্তিতে গঙ্গার পাড়ে আরও বড় করে দেব দীপাবলির আয়োজন করছে। এবারে বাজে কদমতলা ঘাটে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসবের জন্য দর্শকদের জন্য আসন থাকবে দুই হাজারেরও বেশি। ১৫ নভেম্বর কার্তিক পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে জ্বলবে এগারো হাজার প্রদীপ।

‘পরাণ যায় জ্বলিয়া রে’ পর দীর্ঘ চার বছর কাজ না করার কথা জানলেন অভিনেত্রী শুভশ্রী

শহরের সংস্কৃতিতে নতুন প্রাণ প্রতিষ্ঠা

মেয়র পারিষদ তারক সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হবে। আসন না পেলে দর্শকরা এলইডি স্ক্রিনের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পারবেন। গঙ্গার পাড়ে ২০ ফুট চওড়া ও ২০ ফুট লম্বা এলইডি স্ক্রিন বসানো হবে, যেখানে দেব দীপাবলির অনুষ্ঠান সম্প্রচারিত হবে।এলইডি স্ক্রিনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রকল্পের তথ্যও জানানো হবে, যাতে সাধারণ মানুষ সেগুলির সুবিধা নিতে পারেন। স্ক্রিনের জন্য সেনাবাহিনীর অনুমতি পাওয়া গেছে এবং একটি বেসরকারি সংস্থার সঙ্গে সহযোগিতা করা হয়েছে। স্ক্রিনে দিনের চল্লিশ শতাংশ সময় বিজ্ঞাপন প্রদর্শিত হবে, বাকি সময়ে কলকাতা পুরসভার বিজ্ঞাপন চলবে।

ভারী বৃষ্টিতে বহুতল ভেঙে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

গত বছর দেব দীপাবলি উৎসবে ১৩ লক্ষ টাকা খরচ হয়েছিল এবং এবারও খরচ তার কাছাকাছি থাকতে পারে। দেব দীপাবলি উৎসবের দিন বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বাজে কদমতলা ঘাটে। মনে রাখা উচিত, কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে এই পূর্ণিমার দিন দীপাবলি উৎসব বিশেষভাবে পালিত হয়।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর