শর্মিলা চন্দ্র, ২৮ মার্চ: এবার ইডির নজরে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণা। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ে বীণার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা রুজু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। উল্লেখ্য, বীণার একটি তথ্যপ্রযুক্তি সংস্থা রয়েছে। অভিযোগ, দু’টি সংস্থা থেকে বীণার সংস্থায় বেআইনি অর্থ ট্রান্সফার হয়। সেই অভিযোগের ভিত্তিতে এবার মামলা রুজু করল ইডি।
আর্থিক অনিয়মের মামলা রুজু
নিজেকে ‘লেডি শাহরুখ’ দাবি করে ফের নেটিজেনদের কটাক্ষের মুখে কঙ্গনা রানাওয়াত!
সূত্রের খবর, কোচির দুই সংস্থা বীণার সংস্থায় ১.২১ কোটি টাকা দিয়েছিল বলে অভিযোগ। যা বেআইনি লেনদেন ছিল। ২০২৩-এ বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর তা জাতীয় স্তরে পৌঁছয়। গত জানুয়ারিতে এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রক। এরপর মার্চে মামলা রুজু করল ইডি। এটি ভোটের আগে কেরলের শাসকদল তথা সিপিএমের উপর চাপ তৈরি করল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
অন্যদিকে, কেরলের সিপিএম দলের আশঙ্কা নির্বাচনের আগে, বীণার ইডির মামলার বিষয়কে প্রচারের হাতিয়ার করবে বিজেপি।