শর্মিলা চন্দ্র, ১ এপ্রিল: আবগারি দুর্নীতি মামলায় ফের অস্বস্তিতে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি আদালত। সূত্রের খবর, কেজরিওয়ালকে তিহাড় জেলে পাঠানো হতে পারে। তবে তার আগে সুনীতা এবং দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করতে পারবেন আপ সুপ্রিমো।
১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের
জলপাইগুড়ি কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী! দিলেন পাশে থাকার আশ্বাস!
আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সোমবার ইডি হেফাজতের মেয়াদ শেষ হয়েছে কেজরিওয়ালের। মেয়াদ শেষে কেজরিওয়ালের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। প্রসঙ্গত, তদন্তে সহযোগীতা করছেন না কেজরিওয়াল। নিজের গ্যাজেটের পাসওয়ার্ডও জানাননি তদন্তকারী আধিকারিকদের। তদন্তকারী সংস্থা এই বিষয়ে সওয়াল করার পরেই আপ সুপ্রিমোকে তিহাড় জেলে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এখন প্রশ্ন উঠছে ইডি হেফাজতে থাকাকালীন কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন। তিহাড় জেল থেকেও কি তিনি সরকার পরিচালনা করবেন?