Ninja 500

ব্যুরো নিউজ, ১২ মে : Kawasaki ভারতে তার পণ্য লাইন আপ থেকে Ninja 400 স্পোর্টস বাইক বন্ধ করে দিয়েছে। এর আগেও অবশ্য কয়েকবার এই ব্র্যান্ড বেশ কয়েকটি বাইকের মডেল বন্ধ করেছে। Ninja 400 মডেলটি ভারতে 2018 সালে 4.69 লক্ষ টাকায় (এক্স-শোরুম, ভারত) চালু করা হয়েছিল। এই বাইকটিতে 399cc, লিকুইড-কুলড ইঞ্জিন ছিল। যেটি সর্বোচ্চ 44bhp হর্স পাওয়ার এবং 37Nm টর্ক পাওয়ার সরবরাহ করত। এখন, Kawasaki India আনুষ্ঠানিকভাবে Ninja 400 এর বিক্রয় বন্ধ করে দিয়েছে, যার ফলে তার উত্তরসূরি নতুন Ninja 500 মডেলটিকে লঞ্চ করা হয়েছে।

জুন-জুলাইয়ে মার্কেটে লঞ্চ হতে চলেছে Royal Enfield Guerrilla 450 মোটর বাইক! জেনে নিন দাম

নতুন Ninja 500 মোটর বাইকটিকে লঞ্চ করা হয়েছে

Ninja 500 : ইঞ্জিন পাওয়ার

Ninja 500 মডেলটিতে একটি 451cc সমান্তরাল-টুইন ইঞ্জিন থাকবে। যেটি সর্বোচ্চ 9,000 rpm-এ 45bhp হর্স পাওয়ার এবং 6,000 rpm-এ 42.6Nm পিক টর্ক জেনারেট করবে। এটিতে একই 6-স্পীড গিয়ারবক্স পাবেন গ্রাহকরা।

Ninja 500 : দাম ও প্রতিদ্বন্দ্বী

Ninja 500 মডেলটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে 5.24 লক্ষ টাকা (এক্স-শোরুম)। অপরদিকে, নিনজা 300 মডেলটি 3.43 লক্ষ টাকায় পাওয়া যায় (এক্স-শোরুম)। Ninja 500 বাইকটির সঙ্গে KTM RC 390, Yamaha R3 এবং Aprilia RS 457- এর মতো বাইকগুলির তীব্র রেষারেষি প্রতিযোগীতা চলবে বলে মনে করা হচ্ছে।

BJP Helpline

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর