ব্যুরো নিউজ,২৩ নভেম্বর:তৃণমূল কংগ্রেসের মধ্যে গুঞ্জন চলছিল দীর্ঘ দিন ধরে। তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে কেন্দ্র করে প্রথম শুরু হয়েছিল বিতর্ক। এরপর এই বিতর্ক আরও গাঢ় হয়ে ওঠে তৃণমূলের দুই সিনিয়র নেতা মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে।দুজনের অতীতের নানা ঘটনার কথা সামনে এনে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়েছিল। দুজনেই নিজেদের অবস্থান দৃঢ় রেখে একে অপরকে আক্রমণ করেছিলেন।
ইউটিউব দেখে পুলিশের পরীক্ষায় পাশ! উত্তরপ্রদেশের কসমপুর খোলা গ্রামে ২৬ জন পরীক্ষার্থী সফল
টানাপোড়েন শেষ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে নানা অভিযোগ তুলেছিলেন, বিশেষত তৃণাঙ্কুর ভট্টাচার্যকে নিয়ে তার অভিযোগ ছিল ছাত্র সংগঠন যথাযথভাবে কাজ করছে না।তিনি তৃণাঙ্কুরকে পদ থেকে সরানোর দাবি জানিয়েছিলেন। এদিকে, মদন মিত্রও পাল্টা কটাক্ষ করেছিলেন কল্যাণের অতীত নিয়ে।তারা একে অপরকে নানা প্রশ্নে চ্যালেঞ্জ করছিলেন, কিন্তু এখন সেই দ্বন্দ্বের সমাপ্তি ঘটেছে।
অসিত মজুমদারের ধমকঃ আবাস তালিকা ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে তৃণমূল বিধায়কের বিতর্কিত আচরণ
শুক্রবার, হাইকোর্টের বাইরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, মদন মিত্র তাকে ফোন করেছিলেন এবং তাদের মধ্যে এক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তিনি বলেন, ‘এটা আমাদের দুজনের ব্যাপার, এবং এখন সেটা মিটে গিয়েছে।অর্থাৎ, তাদের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছিল, সেটির এখন অবসান হয়েছে। কল্যাণ জানালেন, তাদের ভুল বোঝাবুঝি সমাধান হয়ে গেছে এবং এখন তাদের মধ্যে শান্তি এসেছে।তৃণমূলের ভিতরের এই টানাপোড়েন শেষে শান্তির বার্তা দিয়েছে, যা দলের জন্য সুখকর।