ব্যুরো নিউজ ১৭ মে: ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের জেরে এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার মাঠে ফিরছে আইপিএল। শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত হবে আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচ। এই ম্যাচেই মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—যারা এবারের আইপিএলের প্রথম ম্যাচেও একে অপরের বিরুদ্ধে খেলেছিল, সেই ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচের পুনরাবৃত্তি এবার বেঙ্গালুরুর ঘরের মাঠে।
৮ মে পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন ধর্মশালায় পাকিস্তানি হামলার আশঙ্কায় হঠাৎ করে ব্ল্যাকআউট করে দেওয়া হয় স্টেডিয়াম। ম্যাচ বন্ধ হয়ে যায় মাঝপথেই। এরপর বিসিসিআই সিদ্ধান্ত নেয়, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইপিএল স্থগিত থাকবে। এক সপ্তাহ পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের আইপিএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন করে প্রকাশিত হয়েছে সময়সূচি।
দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’
১৮ নম্বর ম্যাচে ১৮ নম্বর জার্সি—বিরাটে প্রচারের ছোঁয়া
এবার আইপিএলের ১৮তম সংস্করণ, আর বিরাট কোহলির জার্সির নম্বরও ১৮। এই দুই মিলিয়ে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা বিরাটকে ঘিরে আলাদা প্রচারে নেমেছে। দ্বিতীয় পর্বের সূচিও যেন সেই প্রচারকে আরও বেগ দিয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে নিরাপত্তা ও আবেগের আবহে এবারের আইপিএলের বাকি অংশ হতে পারে বিনোদনবর্জিত। থাকতে পারে না চিয়ার লিডার, ডিজে বা গান-বাজনার আয়োজন। কারণ পহেলগাঁওয়ের সাম্প্রতিক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক ও ৫ জন ভারতীয় জওয়ান। দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে, এবং সেই আবেগকে সম্মান জানাতে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে, দ্বিতীয় পর্বে বেশ কয়েক জন বিদেশি ক্রিকেটার আর মাঠে ফিরছেন না। কেকেআরের মইন আলি খেলবেন না আরসিবির জস হেজ়লউড চোটের কারণে ছিটকে গিয়েছেন।
দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’
তবে অধিকাংশ বিদেশি ক্রিকেটারই ফিরে আসার জন্য রাজি হয়েছেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড কিছুটা আপত্তি জানালেও বিসিসিআই আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলেছে। শনিবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর, যা ম্যাচ আয়োজনে কিছুটা প্রভাব ফেলতে পারে। তবে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ—কারণ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে বেঙ্গালুরু, অন্যদিকে হেরে গেলে কেকেআরের প্লে-অফ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। তাই মাঠে নামার আগেই উত্তেজনা চরমে। বিরাট বনাম রাহানের এই লড়াই শুধু দুই দলের মধ্যে নয়, বরং এটি একটি আবেগঘন ক্রিকেট যুদ্ধ—যা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য আরও একবার আইপিএলের মঞ্চে নতুন করে উত্তেজনার ঝড় তুলতে চলেছে।