আতঙ্কের প্রহর কাটাচ্ছেন ওই এলাকার মানুষ।
ব্যুরো নিউজ, ১৮ মার্চ, পুস্পিতা বড়াল: বিপর্যয় মোকাবিলা দলের তরফে জানানো হয়েছে, গার্ডেনরিচের বহুতলের ধ্বংসস্তূপের ভিতর এখনও আটকে রয়েছেন ছ’জন। তবে শুধুমাত্র এক জনের সাড়া পাওয়া যাচ্ছে সেই ছ’জনের মধ্যে। রীতিমত আতঙ্কের প্রহর কাটাচ্ছেন ওই এলাকার মানুষ। উদ্ধারকারীরা কোনও সাড়া পাচ্ছেন না বাকিদের থেকে। ফলে ঠিক বোঝা যাচ্ছে না যে তাঁরা ঠিক কী অবস্থায় আছেন।
এই প্রসঙ্গে সোমবার সকলে বিপর্যয় মোকাবিলা দলের এক কর্তা বলেন, ‘‘ভিতরে ছ’জন আটকে আছেন। এক জনের সঙ্গে কথা হচ্ছে। আর কেউ সাড়া দিচ্ছেন না।’’ দমকলের তরফে জানানো হয়, ৮৫ শতাংশ উদ্ধারকাজ হয়ে গিয়েছে। ঘিঞ্জি এলাকায় বহুতলটি এমন ভাবে ভেঙে পড়েছে, উদ্ধারে সময় লাগছে।
উল্লেখ্য,গার্ডেনরিচের ১৩৪ নম্বর ওয়ার্ডের নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে রবিবার রাত ১২টা নাগাদ। পাশের ঝুপড়ির উপর গিয়ে পড়ে বহুতল এই বিল্ডিং। গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি টালির চালের বাড়ি। কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম রাতেই সেখানে পৌঁছন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসুও।