ব্যুরো নিউজ, ১৫ এপ্রিল: একটা নয় দুটো নয় বাড়িতে চারটি পাইথন! ভয়েই দিন কাটাচ্ছেন সৃজিত পত্নী
Ducati DesertX Rally মোটরসাইকেল মডেলের বুকিং শুরু ! রয়েছে ADV এর আরও দুর্ধর্ষ হার্ডকোর ভেরিয়েন্ট
অনেকেই বাড়িতে কুকুর, বিড়াল, খরগোশ, ইদুর এসব পুষে থাকেন। এমনকি শখ করে খাঁচায় পাখি ও একোরিয়ামে মাছও পোষেন। তবে সাপ পুষেছেন কখনও?
স্ত্রীর ভয় স্বত্বেও এতো সব পোষ্য ছেড়ে পাইথন পুষছেন সৃজিত!
খাবার বেশি নুনে পোড়া হয়ে গিয়েছে? চিন্তা নেই, ব্যবহার করুন চটজলদি এই ৪ টোটকা!
মাসখানেক আগে নিজের কন্যার পরিচয় দিয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়। তবে সেই কন্যা কোনও সাধারণ শিশু নয়। সচর-আচর এমন প্রাণীকে কন্যার পরিচয় দিতেও দু’বার ভাববেন অনেকেই। তবে সৃজিতের সেই কন্যার পরিচয় পেতেই চক্ষু চরকগাছ সকলের। সেই কন্যা হলেন উলুপি। অর্থাৎ হলুদ-কালো ডোরা কাঁটা পাইথন। আর সেই কন্যা পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের সন্তানসম। বলা যায় তাঁর চেয়েও খানিকটা বেশি কিছু।
আর সৃজিতের যেই বাড়িতে তাঁর পোষ্যরা থাকে সেই একই বাড়িতে থাকেন সৃজিত পত্নী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিশিলা। আর সাপেদের সঙ্গে সারা দিন ওঠা বসা, এই ব্যপারটা তার কাছে যথেষ্ট ভয়ের কারন। তিনি জানিয়েছেন, আগে একটা ছিল এখন চারটে। সেটা আটটা হবে। এমনকি তাদের অ্যাপারটম্যান্ট সরীসৃপ অ্যাপারটম্যান্টও হয়ে উঠতে পারে। যদিও মজার ছলেই সে কথা বলেছেন মিথিলা। আর সারা বাড়িতে এত সাপ ঘুরে বেড়াচ্ছে। ব্যাপারটা ভাবলে একটু ভয়ই লাগছে। বলেও জানান সৃজিত পত্নী।