Enforcement Directorate

ব্যুরো নিউজ, ৭ ফেব্রুয়ারি: সাত সকালে ইডি অভিযান। গরু পাচার কাণ্ডে ফের বোলপুরে কেন্দ্রীয় এজেন্সি। এদিন বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর একটি ব্যাঙ্কে থানা দেয় ইডি কর্তারা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার বেষ্টনীতে ব্যাঙ্কের ভিতরে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

Advertisement of Hill 2 Ocean

বিপদ বাড়ছে শাহজাহানের! সিবিআই-এর সঙ্গে হাজির ইডি কর্তারাও

সূত্র মারফৎ জানা যাচ্ছে, গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে মা কালীর সোনার গহনা ও বিলাস বহুল দলীয় কার্যালয় সামগ্রিক তথ্য সংগ্রহ করছে ইডি। কেষ্টর পার্টি অফিসের কালী মায়ের প্রায় ৫৬০ ভরি সোনার গয়নার টাকার উৎস কী ? তা জানতে মরিয়া তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি তৃণমূলের বীরভূম জেলার প্রধান দলীয় কার্যালয় তৈরিতে সেই টাকাই বা কোথা থেকে এসেছে ? সামগ্রিক বিষয় নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ইডি। প্রায় ছয় ঘন্টা তদন্ত প্রক্রিয়া শেষ করার পর ইডি আধিকারীরা ব্যাঙ্ক থেকে বেড়িয়ে যান। বেরনোর সময় বেশ কয়েকটি ব্যাগ হাতে আধিকারকদের বেড়িয়ে যেতে দেখা যায়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর