football

ব্যুরো নিউজ,১৮ এপ্রিল: ইস্টবেঙ্গল থেকে ছুটলেন ক্লেটন সিলভা, কোচের সঙ্গে ঝামেলায় গড়াল সম্পর্কের বিচ্ছেদ। গত বুধবার ক্লাব কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। চলতি আইএসএল মরসুমের প্রস্তুতির মাঝেই ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা ও কোচ অস্কার ব্রুজোর মধ্যে তীব্র অশান্তি সৃষ্টি হয়, যার ফলে এই বিচ্ছেদ ঘটেছে।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

অস্কারের সঙ্গে ঝামেলা থেকে বিচ্ছেদ

গত কিছু দিন ধরে কোচ অস্কার ব্রুজোর সঙ্গে ক্লেটনের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছিল। যদিও ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ প্রাক্তন অধিনায়কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিল না, তবে ক্লেটন নিজেই সিদ্ধান্ত নেন চুক্তি ভেঙে ক্লাব ছাড়ার। সম্প্রতি, এক অনুশীলনের সময় কোচ ব্রুজোর সঙ্গে তাঁর তর্কাতর্কি তুঙ্গে পৌঁছায়। চলতি রবিবার এক প্রস্তুতি ম্যাচের সময়, মাঠে নামার পর মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ক্লেটন মাঠ ছেড়ে চলে যান। পরবর্তীতে পয়লা বৈশাখের দিনে মাঠে অনুশীলনের সময়ও তার প্রভাব লক্ষ্য করা যায়। ক্লেটন সাইডলাইনে অনুশীলন করছিলেন, যখন ক্লাবের সিটিও অময় ঘোষাল তাঁকে কিছু বলেছিলেন। এর পর কোচ অস্কারও তাকে কিছু নির্দেশনা দেন, যা পরবর্তীতে তর্কের রূপ নেয়। ক্লেটনকে শান্ত করার চেষ্টা করেন শৌভিক চক্রবর্তী, তবে কোনো সমাধান আসেনি। পরিশেষে ক্লেটন মাঠ ছেড়ে চলে যান, এবং পোশাক বদলে হোটেলে ফিরে যান। কোচ অস্কার ব্রুজো এই ঘটনার পর ক্লেটনের বিরুদ্ধে বিশৃঙ্খলতার অভিযোগ আনেন।

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

ক্লেটন সিলভা ২০২২ সালে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন এবং ৫৮টি ম্যাচ খেলে ২০টি গোল করেছেন। গত বছর তিনি সুপার কাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে এবারের সিজনে কোচের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায়, ক্লেটন তাঁর চুক্তি ভেঙে ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ তাঁর অবদানের জন্য ক্লেটনকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছে। তবে ক্লাবের জন্য তার বিদায় সুপার কাপের আগে এক বড়ো সমস্যা হয়ে দাঁড়াতে পারে, যেহেতু গত বছর তিনি ছিলেন দলের মূল নায়ক।

শিকড়ে ফেরার চেয়ে মিষ্টি কিছু হয়? রাহুল দেখালেন কেমন করে জিতে নেয়া যায় ঘরের মাঠ!

এর আগে, কোচ অস্কারের সঙ্গে তার ‘ঠান্ডা যুদ্ধ’ ছিল, যেখানে ক্লেটনকে কোচ একাধিকবার প্রকাশ্যে অযাচিত মনে করেছিলেন। দলের জন্য অপরিহার্য হলেও, অস্কার তাঁকে পরের মৌসুমে রাখতে রাজি ছিলেন না। ক্লেটনের এই বিদায়ের ফলে ইস্টবেঙ্গল এখন নতুন পরিস্থিতির সম্মুখীন। আগামী ম্যাচগুলোতে তাদের কীভাবে পরিস্থিতি সামলানো হবে, তা এখনই বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর