সিভিক ভলেন্টিয়ার

ব্যুরো নিউজ,১১ নভেম্বর:রাজ্যে সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে আবারো এক প্রস্থ কড়া সমালোচনার মুখে পড়ল সরকার । রবিবার এন্টালী থানা এলাকায় এক ঘুমন্ত মহিলার ঘরে ঢুকে অশ্লীলভাবে তার দিকে উঁকিঝুকি মারার কারণে গ্রেপ্তার করা হলো এন্টালী থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ারকে।তার নাম সন্তোষ লাল প্রসাদ। যদিও তাকে শিয়ালদা কোর্টে হাজির করালে জামিন পেয়ে যায় কীর্তিমান সন্তোষ।

পুণেতে স্ত্রীর খুনের ঘটনায় চাঞ্চল্য, সোফার ভিতর মিলল দেহ

শ্রীলতাহানির চেষ্টায় গ্রেফতার হলেও জামিনে মুক্ত

আরজিকর কাণ্ডে ধর্ষণ ও খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তাতেই আদালত প্রশ্ন তুলে দিয়েছে যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে বিভিন্ন হাসপাতাল ও হাই প্রোফাইল জায়গায় কতদূর নিরাপত্তা নিশ্চিত করা যায়। তারই মধ্যে খোদ কলকাতার এন্টালিতে এই ঘটনা রাজ্য প্রশাসনকে রীতিমতো বিরম্বনায় ফেলে দিল।স্থায়ী পুলিশ নিয়োগের বিষয়টি সযত্নে এড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অল্প পয়সায় সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে কাজ সারতে চাইছেন কিন্তু না আছে তাদের পুলিশের প্রশিক্ষণ। সকলের শারীরিক সক্ষমতা ও প্রশ্নের মুখে। তবুও সিভিক ভলেন্টিয়ারদের দেখা যাচ্ছে নানান গুরুত্বপূর্ণ জায়গায়। শহরে সিভিক ভলেন্টিয়ারদের যত দেখা যায় স্থায়ী পুলিশ কর্মচারীদের ততটা দেখা যায় না।

বনগাঁয় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চালাণো হল গুলি, তদন্ত শুরু করেছে পুলিশ

কয়েকদিন আগে মালদার হাবিবপুরে পাড়ার এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে অভিযোগ ওঠে  একগৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার। আর রবিবার এন্টালিতে সন্তোষ নামে ওই সিভিক ভলেন্টিয়ার ভোর সাড়ে চারটে নাগাদ এক তরুণীর ঘরে ঢুকে পড়ে। ওই তরুণীর বাবা খবরের কাগজ বিক্রেতা। হঠাৎই তরুণীর ঘুম ভেঙে যাওয়ায় চেঁচামেচি করলে ওই সিভিক ভলেন্টিয়ার কে পাকড়াও করে এলাকার মানুষজন। ওই তরুণীর মা অভিযোগ করেন মদ্যপ অবস্থায় সন্তোষ তার মেয়ের ঘরে ঢুকেছিল। প্রতিবেশীদের দাবি সন্তোষ এর আগেও বহুবার এলাকাবাসীর সঙ্গে দুর্ব্যবহার ও মহিলাদের শ্লীলতাহানিতে অভিযুক্ত ছিল। ইতিমধ্যেই পুলিশ বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর