পুণেতে সোফার ভিতর মিলল দেহ

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : পুণের ফুরসুঙ্গি এলাকার হুন্দেকার বস্তিতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দুদিন ধরে নিখোঁজ থাকার পর ক্যাব চালক স্বামী যখন স্ত্রীকে খুঁজে পেতে ব্যর্থ হন তখন বিছানার সোফার ভিতর থেকে উদ্ধার হল তার স্ত্রীর নিথর দেহ। এই ঘটনায় পুলিশ খুনের মামলা রুজু করেছে এবং তদন্ত শুরু করেছে।

তুলসির বিবাহের এই জিনিসগুলি দান করলে আপনি হবেন সৌভাগ্যবান!

মহিলার পরিচিত এক যুবকের উপর সন্দেহ করছে পুলিশ

মহিলার নাম স্বপ্নালী উমেশ পাওয়ার (২৪)। জানা গিয়েছে, ৭ নভেম্বর সকালে তার স্বামী উমেশের সঙ্গে শেষ কথা হয়। ওই দিন সকালে স্বপ্নালী তার স্বামীকে ফোন করেছিলেন। কিন্তু উমেশ তখন বাইরে ছিলেন। পরের দিনও স্ত্রীর সাথে যোগাযোগ করতে চেষ্টা করেন উমেশ । ফোনে তাকে না পেয়ে এক বন্ধুকে খোঁজ নিতে বলেন। বন্ধুরা এবং পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেন উমেশ কিন্তু কোথাও স্ত্রীর সন্ধান পাননি।দুদিন পরে ১১ নভেম্বর সকালে বিছানার মালপত্র রাখার বাক্স খুলতেই স্ত্রীর নিথর দেহ দেখতে পান উমেশ। বিছানায় শুয়ে থাকলেও তিনি জানতেন না যে তার স্ত্রীর দেহ ওই বাক্সের ভেতরে  লোকানো ছিল। ময়না তদন্তের রিপোর্টে  শ্বাসরোধ করে হত্যার প্রমাণ পাওয়া গেছে। মহিলার গলায় পেরেকের চিহ্নও পাওয়া গেছে।পুলিশ তদন্তে নেমে মহিলার পরিচিত এক যুবকের উপর সন্দেহ করছে। যিনি মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসতেন এবং সেখানে থাকতেন। এই যুবক বর্তমানে পুলিশের সন্দেহের তালিকায় রয়েছে। তবে তার ফোন বন্ধ থাকায় তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল থেকে আঙুলের ছাপও উদ্ধার করেছে।

মহাবিকাশ আঘাড়ির নির্বাচনী ইস্তাহারে একাধিক বড় প্রতিশ্রুতি, মহিলাদের জন্য সার্ভিক্যাল ক্যানসারের টিকা

এখন পর্যন্ত উমেশের দাবি অনুযায়ী, তিনি পুণেতে ছিলেন না যখন এই ঘটনা ঘটেছিল। তারা প্রায় ৪ বছর আগে বিয়ে করেছিলেন এবং একটি ভাড়া করা বাড়িতে থাকতেন। ঘটনার পর পুলিশ খুন এবং ডাকাতির অভিযোগে এফআইআর দাখিল করেছে এবং দ্রুত তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর