‘চিকেন ৬৫

ব্যুরো নিউজ, ৪ ডিসেম্বর : শীতকালের পার্টি আর পিকনিকের মৌসু্মে জমিয়ে খাওয়াদাওয়ার জন্য চাই নতুন কিছু। অতিথিদের চমকে দিতে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন জনপ্রিয় পদ ‘চিকেন ৬৫’। ফ্রায়েড চিকেনের মধ্যে এটি স্বাদে ও মশলার ভারসাম্যে অতুলনীয়।

আমলকির টক-মিষ্টি ক্যান্ডি দোকান থেকে না কিনে বাড়িতেই বানান এই ক্যান্ডি, রইল রেসিপি !

কীভাবে তৈরি করবেন ‘চিকেন ৬৫’?

উপকরণ:
  • ৫০০ গ্রাম চিকেন
  • ৫০ গ্রাম দই
  • ৩ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  • ১ চা চামচ হলুদ গুঁড়ো
  • ১ চা চামচ পাতিলেবুর রস
  • আধ কাপ টম্যাটোর পেস্ট
  • ২-৩টি কাঁচালঙ্কা
  • ১০টি কারিপাতা
  • ২ চা চামচ গরম মশলা
  • ২ চা চামচ মাখন
  • নুন ও চিনি স্বাদমতো
প্রণালী:

চিকেনের বিভিন্ন রেসিপি তো খেয়েছেন ? অ্যালুমিনিয়ামের কড়াইয়ে তৈরি চিকেন টকাটক খেয়েছেন কখনো ? রইল লাহোরের বিখ্যাত ‘চিকেন টকাটক’ রেসিপি !

  1. ম্যারিনেট করা:
    চিকেন ধুয়ে তাতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, নুন, ও লেবুর রস মেখে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করুন।
  2. ভাজা:
    মশলা মাখানো চিকেন টুকরোগুলো লাল করে ভেজে তুলে রাখুন।
  3. ঝোলের মিশ্রণ তৈরি:
    অন্য পাত্রে টম্যাটোর পেস্ট ও দই মিশিয়ে নিন।
  4. রান্না:
    প্যানে তেল গরম করে মাখন দিন। তাতে কারিপাতা ও কাঁচালঙ্কা ফোড়ন দিন। পুড়ে যাওয়ার আগে টম্যাটো ও দইয়ের মিশ্রণ দিয়ে নাড়তে থাকুন। ভাজা চিকেন যোগ করে ঢেকে কম আঁচে ১০ মিনিট রান্না করুন।
  5. শেষ পর্ব:
    স্বাদমতো নুন, চিনি ও গরম মশলা দিন। চাইলে শুকনো বা ঝোল রাখুন। উপরে ধনেপাতা ও লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর