
স্বামী বিবেকানন্দের জন্ম দিনেই মৃত্যু বরণ করেছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী?
লাবনী চৌধুরী, ১০ জানুয়ারি: স্বামী বিবেকানন্দের জন্ম দিনেই মৃত্যু বরণ করেছিলেন কোন স্বাধীনতা সংগ্রামী? ১৮৬৩-র ১২ জানুয়ারি কলকাতার এক কায়স্থ দত্ত পরিবারে জন্মে ছিলেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তাঁর জন্মের প্রায় ৭০ বছর পর ১৯৩৩ সালের ১২ জানুয়ারি মৃত্যুবরণ করেন বীর শহীদ প্রদ্যোৎকুমার ভট্টাচার্য। তবে মৃত্যুর আগেও নত হননি প্রদ্যোত ভট্টাচার্য, তাঁর হুঙ্কারে কেঁপে ওঠেন বার্য সাহেবও। দ্বিতীয়বার আমেরিকা সফরের