
বাঙালির জন্য দু রকমের নতুন রেসিপি টম্যাটোর পরোটা, রইল আপনার জন্য
ব্যুরো নিউজ,৫ ফেব্রুয়ারি: পরোটা উত্তর ভারতের জনপ্রিয় জলখাবার। সেখানে সাধারণত পরোটা খাওয়া হয় দই, রায়তা বা আচারের সাথে। তবে উত্তর ভারতের মানুষজন পুরভরা মোটা পরোটা খাওয়ার সময় তরকারির কোনো কমতি রাখেন না। যদিও বাঙালিরাও পরোটা খান, তাদের পরোটা খাওয়ার রীতিটা কিছুটা আলাদা। বাঙালি পরোটার আকার সাধারণত তিনকোনা এবং পাতলা হয়। প্রথমে গোল করে বেলে নেওয়া হয় পরোটা, তারপর তিন ভাঁজ