জানেন সান্তাক্লজের গ্রামটি কেমন?
ব্যুরো নিউজ, ৯ ডিসেম্বর: জানেন সান্তাক্লজের গ্রামটি কেমন? ফিনল্যান্ডের একটি গ্রামে বাস করেন সান্তা বুড়ো। ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড এলাকার রোভানিমি গ্রামে থাকেন সান্তা। তাঁর নামেই এই গ্রামের পরিচয়। কে ছিলেন সান্তাক্লজ? তাঁর বাড়িই বা কোথায়? দোরগোড়ায় বড়দিন। সেদিন প্রভু যিশুর জন্মদিন। আর ছোটোদের কাছে এদিন হল উপহার পাওয়ার দিন। তাদের জন্য উপহার নিয়ে আসে লাল জামা, টুপি পরা সান্তা দাদু। বরফে