
ভক্ত না বুকি? আইপিএলের গ্যালারিতে লুকিয়ে চক্রান্ত!
ব্যুরো নিউজ,১৬ এপ্রিল: ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএল মানেই উত্তেজনার অন্য নাম। তবে খেলার মাঠের বাইরেও চলছে নানা চাপা ঘটনা। চলতি আইপিএল মরসুমেও মাথাচাড়া দিচ্ছে গড়াপেটার আশঙ্কা। হায়দরাবাদের এক ব্যবসায়ীকে ঘিরে প্রতিযোগিতার ১০টি দলকেই সতর্কবার্তা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। সেই ব্যবসায়ীর সঙ্গে বুকিদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর লক্ষ্য, ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ধারাভাষ্যকার পর্যন্ত—সব ক্ষেত্রেই প্রভাব





























