বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

Indian women cricket team beaten Amir Shahi

রিচা হরমন প্রীতি দাপট ধরা সাই আমির শাহী

ব্যুরো নিউজ, ২২ জুলাই: ভারতীয় মহিলা দলের উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ ও ক্যাপ্টেন হরমন প্রীতি কৌরের। অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সংযুক্ত আরব আমির শাহীকে ৭৮ রানে পরাস্ত করল রিচারা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২০১ রান করেন। সোনার বুট জয়ী দিমিত্রীয়স দিয়ামানতাকোস ইস্টবেঙ্গলে এশিয়া কাপে র সেমি ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল? এশিয়া কাপে ভারতের ব্যাটার হরমনপ্রীত ৪৭ বলে ৬৬ রানে ভিত গড়ে দেয় বড় রানের। এরপরই রানের গতি বাড়িয়ে রিচা ঘোষ ৭৫ রান করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল রীতিমতো স্বস্তির জায়গা পৌঁছে যায়। তারা ২০১ রানে শেষ করে কুড়ি ওভারের ইনিংস এরপর ব্যাট করতে নামে আমির শাহী। এরপরই দ্রুত উইকেট হারাতে থাকে তারা। দীপ্তি শর্মা ২৩ রানে ২ উইকেট তুলে নেন আমির শহীর। শেষ পর্যন্ত মাত্র ১৩২ রানে ইনিংস শেষ করে। আমির শাহীকে তাতেই হারাতে হয় ৭ উইকেট। ফলে সহজ জয় পায় রিচারা। একী বললেন মমতা?সারে জাহা সে আচ্ছা.. ভিডিও পোষ্ট করে কটাক্ষ বিজেপির এর ফলে চার পয়েন্টে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলল ভারত। পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। যে গতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল খেলছে তাতে নেপাল কে হারানো সহজ হবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। তবে শেষ পর্যন্ত কাপ ছুঁতে পারবে কিনা সেজন্য অন্তত আরো তিনটি ম্যাচ অপেক্ষা করতে হবে।

আরো পড়ুন »
virat and rohit srilanka tour

ঝগড়ায় ইতি বিরাট এখন গম্ভীরের বন্ধু

ব্যুরো নিউজ,২১ জুলাই: আজ থেকে প্রায় ১১ বছর আগে ২০১৩ সালে কেকেআর বনাম আরসিবি ম্যাচে বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর কেকেআর এর ফিল্ডার রজত ভাটিয়া বিরাট কে উদ্দেশ্য করে কিছু মন্তব্য করেন । বিরাট ও পাল্টা মন্তব্য করলে তার দিকে ছুটে আসে কেকেআর ক্যাপ্টেন গৌতম গম্ভীর। লেগে যায় বাকযুদ্ধ, গম্ভীরের সঙ্গে সেই বাদানুবাদ চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু পরে তা মিটে যায়। বিরাট পরে গম্ভীর কে জড়িয়ে ধরেন ২০২৪ সালের আইপিএল এ খেলার সময়। তাই দুজনের ঝগড়া এখন অতীত। যুদ্ধ শেষ। সব শোধ বোধ। এখন শুধু বিরাট গম্ভীর ভাতৃত্ববোধ। শ্রীলংকা যাচ্ছেন বিরাট রোহিত ইয়ামালের গায়ে কি উঠবে এবার মেসির জার্সি? সদ্য বিশ্বকাপ জয়ের পর গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ নিযুক্ত হয়েছেন। প্রথমেই শ্রীলংকার সফরের দায়িত্ব তার ঘাড়ে। নতুনদের ওপর ভরসা রাখলেও তিনি চাইছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা কে চাইছেন গম্ভীর। কিন্তু তারা লন্ডনের ছুটি কাটাচ্ছেন। এর মধ্যেই গম্ভীর বার্তা দিয়েছেন দুজনকে শ্রীলংকা সফরে যোগ দেবার জন্য। বিরাট ও রোহিত সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছেন। রাজি হয়েছেন শ্রীলংকা সফরে দলের সঙ্গে যোগ দিতে। বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের উইকেট পাওয়া যথেষ্ট ভাগ্যের। এভাবেই আইপিএল এ যখনই বিরাট আউট হয়েছেন তখন উল্টো দিকের বোলারের উচ্ছ্বাস চোখে পড়েছে সবার। কিন্তু বিরাটের মতো ব্যাটসম্যান কে লক্ষ্য করে কোন মন্তব্য করা ক্রিকেট সুলভ আচরণ নয়। সেদিন কিন্তু রজত ভাটিয়া সেটাই করেছিলেন। বিরাট অবশ্য পরে সেসব মিটে গিয়েছে বলে উল্লেখ করেন। সেই সঙ্গে একটি বিজ্ঞাপনের অনুষ্ঠানে এসে বলেছেন ‘কেউ আমার ব্যবহারে হতাশ হতে পারেন। তবে আমি সেসব মনে রাখি না। সেদিন নাভিনের সঙ্গে দেখা হওয়ার পর আমি ওকে জড়িয়ে ধরেছি। আমাকেও গোতি ভাই অর্থাৎ গৌতম গম্ভীর জড়িয়ে ধরেছে। তবে লোকে কিছু মনে করলেও আমাদের মধ্যে সমালোচনা করার মতো মশলা নেই। আমরা কেউ বাচ্চাও নই।’ ইয়ামালের গায়ে কি উঠবে এবার মেসির জার্সি? এবার কোচ হওয়ার পরে টি-টোয়েন্টি ফরমেটে ক্যাপ্টেন করা হয়েছে, সূর্য কুমার যাদব কে। আবার রোহিত শর্মা কেও রাখা হয়েছে টি-টোয়েন্টিতে। শ্রীলংকা সফরের পরে দায়িত্ব ফিরে পাবেন রোহিত শর্মা। বিরাট জানিয়েছেন তিনি বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন অধিনায়ক রাখার সিদ্ধান্তকে সমর্থন করেন। অর্থাৎ বোর্ডের নয়া ক্যাপ্টেন সূর্য কুমার যাদব কে তিনি হাসিমুখেই মেনে নিচ্ছেন। শ্রীলঙ্কা সফরে যদি ৩ টি ওয়ানডে ম্যাচে বিরাট ও রোহিত শর্মা সহ ইয়ং ব্রিগেড নীল জার্সিতে নামে তবে শ্রীলঙ্কায় তাদের পারফরমেন্স উল্লেখযোগ্য হবে বলেই প্রাক্তন তারকা ক্রিকেটাররা মনে করছেন। এখন দেখার গৌতম গম্ভীর টিমকে কিভাবে পরিচালনা করেন।

আরো পড়ুন »
surya kumar jadav

টি-20 তে ক্যাপ্টেন সূর্য কুমার?

ব্যুরো নিউজ,১৭ জুলাই: ভারতীয় টি-20 ক্রিকেট দলে অধিনায়ক হতে পারেন সূর্য কুমার। তারুণ্যের ওপর জোর দিয়ে এবার টি-20 টীম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতে পারে ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। অন্তত এমনটাই চাইছেন কোচ গৌতম গম্ভীর। এ ব্যাপারে জাতীয় নির্বাচকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেছেন গৌতম গম্ভীর। তিনি চান টি-20 ক্রিকেট দলে এমন কেউ ক্যাপ্টেন হোক যারা বয়সের ভারে আক্রান্ত না হয়। তাই সদ্য বিশ্বকাপ জয়ী টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ক্যাপটেনশিপ নাও পেতে পারেন। এমনটাই ভাসছে ক্রিকেট কর্তাদের মুখে মুখে। চালু হতে পারে এক দেশ এক রেট নীতি, সস্তায় সোনা কেনাবেচার সুযোগ অটোমেটিক চয়েস কে? ঘরোয়া ক্রিকেটে সূর্য কুমার যাদব মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ক্যাপ্টেন হিসেবে তিনি টি-20তে ৪/১ ফলে সিরিজ জিতেছেন। দক্ষিণ আফ্রিকাতেও তিনি হারেননি, ক্যাপ্টেন হিসেবে ১/১ ড্র করে ফিরেছেন। তাকে ধরা হচ্ছে অটোমেটিক চয়েস হিসেবে।চোটের জন্য হার্দিক প্যাটেল অনেক ম্যাচই খেলতে পারেননি। ৭৯টি ম্যাচের মধ্যে টি-20 খেলেছেন মাত্র ৪৬ টি ম্যাচ ।আসন্ন শ্রীলঙ্কা সফরে তাই সম্ভবত ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে সূর্য কুমার যাদব কে। ওয়ান ডে টিমে অবশ্য কে এল রাহুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন শুভমন গিল ও ঋষভ পান্থ রা। তবে সেখানে যদি রোহিত শর্মা খেলেন তবে তিনি হবেন ক্যাপ্টেন। এই শেয়ারে বিনিয়োগ করেছেন সচিন তেন্ডুলকর, রিটার্ন ১৫০ শতাংশের বেশি ৬ মাসেই কেল্লাফতে, সূর্য কুমারকে অধিনায়ক হিসেবে বাছার পেছনে যুক্তি হল ভবিষ্যতে তরতাজা তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ইন্ডিয়া টিম গড়ে তোলা। ঠিক এই বিষয়টির অভাবেই বারবার ধারাবাহিকভাবে টিম গড়ে তুলতে পারেনি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারত আগে থেকেই পরবর্তী জেনারেশনের ক্রিকেট দল গুছিয়ে নিতে চাইছে । গৌতম গম্ভীর নয়া কোচ হিসেবে একটি রূপরেখা তৈরি করেছেন তাতে বলেছেন যে ক্রিকেটার ফিজিক্যালি ফিট থাকবেন। তাকে সব ফরম্যাটে খেলতে হবে। সেভাবেই তিনি টিম গড়ে তুলতে চাইছেন। একইসঙ্গে অবশ্য টিমের সিনিয়র প্লেয়ার রোহিত শর্মা,বিরাট কোহলি সহ যারা আছেন তাদেরকেও তিনি সঙ্গে চান। এই মুহূর্তে বিরাট এবং রোহিত বিদেশে রয়েছেন। আজ বৃহস্পতিবার ঠিক হবে তাদের ক্ষেত্রে বোর্ড কোনো ছাড় দেবে কিনা। গম্ভীরের প্রথম সফর হবে শ্রীলংকা। সেই টিমে ওপেনার হিসেবে শুভমন গিল , যশস্বী জয়সওয়াল ও রুতুরাজ গায়কোয়াডকে রাখছেন। সঙ্গে থাকছে অভিষেক শর্মা। ইতিমধ্যেই অবশ্য বোর্ডের চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিশান ও শ্রেয়স আইয়ার । তারা টিমে থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।

আরো পড়ুন »
Narendra Modi On Abash

বিশ্বকাপ জয়ে খুশির জোয়ার! শুভেচ্ছাবার্তা মোদী-মুর্মুর

ব্যুরো নিউজ, ৩০ জুন : ১৭ বছর পর বিশ্বকাপ ঘরে আনল টিম ইন্ডিয়া। গোটা দেশ সেলিব্রেশনের মুডে। সেই সঙ্গেই ভারতীয় ক্রিকেট টিমকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখে প্রশিক্ষণ চলাকালীন মৃত ৫ জওয়ান বিচারকরা মানুষের সেবক : ডি ওয়াই চন্দ্রচূড় গত বছর ১৯ নভেম্বর হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ডকাপে ভারতীয় দলের স্বপ্ন ভঙ্গ হলেও, টি২০ বিশ্বকাপ নিজেদের ঘরে এনেছে ‘মেন ইন ব্লু’। সেবার জয় না আসলেও স্বয়ং মোদী পাশে দারিয়ে ছিলেন খেলোয়াড়দের। যুগিয়ে ছিলেন মনোবল। আর এবার টি২০ বিশ্বকাপ জেতায় পরেই ভারতীয় ক্রিকেট দলকে একগুচ্ছ শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে মোদী লিখেছেন, চ্যাম্পিয়নস! নিজেদের স্টাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে এনেছে আমাদের দল! আমরা ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে গর্বিত। এই ম্যাচটি ঐতিহাসিক।  https://x.com/narendramodi/status/1807114429667975428?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1807114429667975428%7Ctwgr%5E618f3bf3a852b571cde60ece4874cb7655f02740%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fpm-narendra-modi-president-droupadi-murmu-home-minister-amit-shahs-special-message-to-team-india-after-winning-t20-world-cup-1087320.html একইসঙ্গে তিনি একটি ভিডিও বার্তাতেও শুভেচ্ছা জানান, তিনি বলেন, ম্যাচ জেতার পাশাপাশি ভারতীয় ক্রিকেট দল কোটি কোটি দেশবাসীর মন জিতে নিয়েছে। বার্বাডোজ-এ দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে কাপ ঘরে এনেছে ইন্ডিয়া। গোটা দেশে এখন খুশির জোয়ার। তবে শুধু প্রধানমন্ত্রীই নন, শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ও।

আরো পড়ুন »
David Johnson dead

পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন ক্রিকেটারের! মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

ব্যুরো নিউজ, ২০ জুন : পাঁচ তলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের। আদৌ কি তিনি পড়ে গিয়েছেন? নাকি আত্মহত্যা করেছেন? নাকি পেছন থেকে তাঁকে ধাক্কা দেওয়া হয়েছে? তাঁর মৃত্যু নিয়ে বাড়ছে রহস্য। হজ : তীব্র দাবদাহে মক্কায় মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করছে। প্রাথমিক ভাবে য জানা গিয়েছে, পাঁচ তলা অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটার ডেভিড জনসনের। কোঠানুরে তাঁর অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে জনসনের এমনটাই জানিয়েছে কর্নাটক পুলিশ। https://x.com/anilkumble1074/status/1803708212040057108?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1803708212040057108%7Ctwgr%5Ef878f702aaa5696e2b112573bb6fc38e8ee867fe%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fsports%2Fcricket-news%2Fformer-india-pacer-david-johnson-dies-after-falling-from-fourth-floor-apartment-police-probe-on-1082209.html ঘটনায় শোক প্রকাশ করেছেন অনিল কুম্বলে। এক্স হেন্ডেলে পোস্ট করে লিখেছেন, ‘খুব তাড়াতাড়ি চলে গেলে “বেনি”! আমার ক্রিকেট সহকর্মী ডেভিড জনসনের মৃত্যু খবর পেয়ে খুবই দুঃখিত। তার পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন কুম্বলে। এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘দেশের প্রাক্তন পেসার ডেভিড জনসনের মৃত্যুতে গভীর শোকাহত। ভারতীয় ক্রিকেটে ওর অবদান অক্ষুণ্ণ থেকে যাবে।’ জ্যোতিপ্রিয়র ঘনিষ্ঠ ব্যক্তির থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে ঢুকেছিল টাকা! মৃত্যুকালে ডেভিড জনসনের বয়স হয়েছিল ৫২। স্ত্রী এবং দুই সন্তান রয়েছে তাঁর। বাড়ির কাছেই একটি ক্রিকেট অ্যাকাডেমি চালাতেন ডেভিড। ১৯৯৬ সালে সচিন তেন্ডুলকরের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে ছিলেন ডেভিড। আর সেই টেস্টেই ভারতীয় দলে অভিষেক হয় ডেভিড জনসনের। 

আরো পড়ুন »
dhoni on london

ধোনির অবসরের জল্পনা অতীত! ক্রিকেটকে বিদায় জানাতে চাইছেন আরেক ভারতীয় তারকা ক্রিকেটার

ব্যুরো নিউজ, ২৪ মে :  চলতি আইপিএলেই দীনেশ কার্তিক যে শেষবারের মতো খেলছেন সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন ক্রিকেটার। এলিমিনেটর রাউন্ডে রাজস্থান রয়্যালসের কাছে হেরে কেরিয়ার শেষ করেছেন তিনি। চলতি আইপিএল থেকে দীনেশ কার্তিক বিদায় নেওয়ার পর মহেন্দ্র সিং ধোনি কবে অবসর নিচ্ছেন সেই নিয়ে শুরু তীব্র জল্পনা। তারই মাঝে এবার অবসর গ্রহণের ইঙ্গিত দিলেন আরো এক ভারতীয় তারকা ক্রিকেটার। শেখর ধাওয়ান এই আইপিএলে পাঁচটি ম্যাচে ১৫২ রান করেন এবছর পাঞ্জাব কিংস এর অধিনায়ক ছিলেন শিখর ধাওয়ান। প্রথম পাঁচটি ম্যাচ খেলার পর চোট পাওয়ার কারণে বাদ পড়তে হয় তাকে। প্লে অফ ইউ ওঠার আগেই বিদায় নিতে হয় পাঞ্জাবকে। এরই মধ্যে জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান। তবে কবে তিনি অবসর নিচ্ছেন সেই ব্যাপারে কিছু জানাননি ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। “ক্রিকেট এবং জীবন আমাদের কী শিখিয়েছে…” RCB-এর বিরুদ্ধে রোমাঞ্চকর আইপিএল জয়ের পর দলের প্রশংসায় সঞ্জু স্যামসন শিখর জানিয়েছেন, “আমি একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। এ বার আমার ক্রিকেট বিশ্রাম নেবে। জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এক জন খেলতে পারে। হতে পারে এক বছর বা দু’বছর বা এক্সওয়াইজ়েড বছর পরে সেটা আমার কেরিয়ারে আসবে।” ক্রিকেটের পর তিনি ঠিক কি করতে চলেছেন সেই ব্যাপারে নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি শিখর ধাওয়ান। কতদিন পরে অবসর গ্রহণ করবেন সেটাও জানানি এই বাঁহাতি ব্যাটার। শেখর ধাওয়ান এই আইপিএলে পাঁচটি ম্যাচে ১৫২ রান করেন। তারপর আর খেলতে পারেননি তিনি। চোট পেয়েছিলেন বলে আর খেলা হয়নি। কয়েকটি ম্যাচ পর তিনি আবার খেলবেন বলে শোনা গিয়েছিল। এবার কবে তিনি অবসর গ্রহণ করেন সেদিকেই নজর থাকবে ভক্তদের।

আরো পড়ুন »
sanju samson on ipl issue

“ক্রিকেট এবং জীবন আমাদের কী শিখিয়েছে…” RCB-এর বিরুদ্ধে রোমাঞ্চকর আইপিএল জয়ের পর দলের প্রশংসায় সঞ্জু স্যামসন

ব্যুরো নিউজ, ২৩ মে : নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল 2024 এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নাটকীয় ভাবে চার উইকেটের জয়লাভ করেছে রাজস্থান রয়্যালস। কঠিন পর্যায়ে থেকে ফিরে আসার ক্ষেত্রে দলের চরিত্রের প্রশংসা করলেন অধিনায়ক সঞ্জু স্যামসন। ক্রিকেট এবং জীবন তাকে যে শিক্ষা দিয়েছে তা তুলে ধরেছেন তিনি। তিনি তার দলের সামগ্রিক পারফরম্যান্স, বিশেষ করে তাদের ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিং প্রচেষ্টার প্রশংসা করেন। আইপিএলে দল হারতেই লন্ডনের পথে ধোনি? চিকিৎসা করানোর পরে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মাহি দলের চরিত্রের প্রশংসা করলেন অধিনায়ক সঞ্জু স্যামসন স্যামসন মন্তব্য করেন,”ক্রিকেট এবং জীবন আমাদের যা শিখিয়েছে তা হল আমাদের কিছু ভাল এবং কিছু সত্যিই খারাপ পর্যায় থাকবে। তবে আমাদের আবার বাউন্স করার জন্য চরিত্র থাকতে হবে। আজ আমরা যেভাবে ফিল্ডিং, ব্যাটিং এবং বোলিং করেছি তাতে আমি সত্যিই খুশি। কৃতিত্ব বোলারদের কাছে তারা সবসময় চিন্তা করে যে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কী করতে পারে এবং সেই অনুযায়ী মাঠ কীভাবে সেট করা যায়”। তরুণ প্রতিভা রিয়ান পরাগ এবং যশস্বী জয়সওয়ালের জন্য বিশেষ প্রশংসা করেছেন সঞ্জু স্যামসন। সীমিত অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাঁরা। ধ্রুব জুরেল সহ উভয় খেলোয়াড়ই চাপের মধ্যে অসাধারণ দক্ষতা এবং সংযম দেখিয়েছেন বলে মনে করেন সঞ্জু স্যামসন। স্যামসন উল্লেখ করেছেন, “পরাগ এবং জয়সওয়াল দুজনেই প্রত্যেকে ২২ বছর বয়সী। খুব কম অভিজ্ঞতা নিয়েও তাঁরা যেভাবে এই স্তরে পারফর্ম করছে তা বিস্ময়কর।” নিজের ফিটনেস প্রসঙ্গে স্যামসন বলেন, তিনি সম্পূর্ণ সুস্থ নন। এছাড়াও ড্রেসিংরুমে ছারপোকা আছে বলে তিনি উল্লেখ করেন। এখন একটু বিশ্রাম নিয়ে পরের খেলার জন্য অপেক্ষা করছেন বলে জানান সঞ্জু। এই জয়টি টুর্নামেন্টে রাজস্থান রয়্যালসের অগ্রগতি নিশ্চিত করে। দলের মধ্যে স্বাস্থ্যগত বিপর্যয় থাকা সত্ত্বেও, স্যামসনের নেতৃত্ব এবং স্কোয়াডের সম্মিলিত প্রচেষ্টা আইপিএল ২০২৪ প্লে অফে রাজস্থান রয়েলসের আশাকে বাঁচিয়ে রেখেছে।

আরো পড়ুন »
dhoni on london

আইপিএলে দল হারতেই লন্ডনের পথে ধোনি? চিকিৎসা করানোর পরে বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মাহি

ব্যুরো নিউজ, ২১ মে : শনিবার বেঙ্গালুরুর কাছে হার! তাতেই চেন্নাইয়ের আইপিএল অভিযান শেষ হয়েছে এই মরশুমের জন্য। বর্তমানে বাড়িতেই সময় কাটাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কয়েকদিন বাড়িতে সময় কাটানোর পর লন্ডন যাবেন বলে জানা যাচ্ছে। শনিবার বেঙ্গালুরুর কাছে চেন্নাইয়ের লজ্জার পরাজয়ের পরদিন রাঁচিতে নিজের বাড়িতে ফিরে আসেন ধোনি। বালি পাচারে আরও এক তৃণমূল নেতার নাম। তৃণমূলের ‘প্রভাবশালী’ ব্লক সহ-সভাপতি চিকিৎসা করাতে মহেন্দ্র সিং ধোনি লন্ডনে যাবেন বলে খবর চিকিৎসা করাতে মহেন্দ্র সিং ধোনি লন্ডনে যাবেন বলে খবর। তারপরে অবসর গ্রহণ করবেন কি করবেন না সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে যে পেশিতে চোট পেয়েছেন তিনি।যদিও আইপিএল চলাকালীন সেই নিয়ে কোন খবর জানা যায়নি। এমনকি কোন ম্যাচে চোট পেয়েছেন সেটাও এখনো স্পষ্ট হয়নি। তবে আগামী কয়েকদিনের মধ্যেই তিনি লন্ডন যাচ্ছেন। লন্ডন থেকে চিকিৎসা করিয়ে ফেরার পর শরীর সুস্থ হয়ে উঠলে অবসর গ্রহণ করা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। ঘনিষ্ঠ সূত্রের খবর,”ধোনির পেশি ছিঁড়েছে। আইপিএলে সে কারণে বেশ কষ্ট পেতে দেখা গিয়েছে। তার চিকিৎসা করাতেই লন্ডন যেতে পারে ধোনি। পুরোপুরি ফিট না হলেও ধোনি এখনও ক্রিকেট খেলা চালিয়ে যেতে চায়। চিকিৎসার পর পুরোপুরি ঠিক হতে পাঁচ-ছ’মাস লাগবে ধোনির। তার পরেই অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে।” প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর আইপিএলের পর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল মাহির।দুর্ঘটনার পর ঋষভ পন্থের অস্ত্রোপচার করেছিলেন দীনশ পারদিওয়ালা তিনিই ধোনির অস্ত্রোপচার করেন। আগেরবার আইপিএলের বাঁ পায়ে মোটা ব্যান্ডেজ লাগিয়ে খেলেছিলেন ধোনি। চোট পাওয়া সত্ত্বেও খেলে গিয়েছিলেন। এবারও সেই একই জিনিস পরিলক্ষিত হল।

আরো পড়ুন »
dhoni on london

২০২৪-এর আইপিএলেই শেষ নয় ধোনির ক্রিকেট ক্যারিয়ার! ২০২৫ এর CSK-তে ফিরে আসবেন মাহি?

ব্যুরো নিউজ, ২০ মে : মহেন্দ্র সিং ধোনি ইতিমধ্যেই আইপিএলে তার শেষ খেলাটি খেলেছেন। কিংবদন্তি অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথিউ হেইডেন মনে করেন যে, মহেন্দ্র সিং ধোনি পরের মরসুমে হলুদ জার্সিতে ফিরবেন কিন্তু নতুন ভূমিকায়। প্রাক্তন সিএসকে অধিনায়ক ধোনি তাঁর দলকে আইপিএল ২০২৪ প্লে অফে গাইড করতে ব্যর্থ হয়েছেন। ফলস্বরূপ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পরাজয় ঘটেছে চেন্নাই সুপার কিংস এর। কাশ্মীরে রোডশো-য়ে হামলা! এলোপাথারি ছুরির আঘাত! আহত ৩ জন এই প্রসঙ্গে অবশ্যই একটি কথাও খরচ করেননি এমএস ধোনি হেইডেন আইপিএলের প্রাথমিক বছরগুলিতে ধোনির সাথে খেলেছিলেন। তিনি এবার পরামর্শ দিলেন যে, ধোনি অবশ্যই সিএসকেতে ফিরবেন তবে একজন পরামর্শদাতা বা অন্যান্য কোচিং স্টাফ সদস্যের ভূমিকায়। স্টার স্পোর্টস ক্রিকেট লাইভে হেইডেন বলেছেন, “আমি মনে করি এটাই. আমি বিশ্বাস করি, এটাই শেষবারের মতো ধোনি খেলবে। নিশ্চিতভাবেই, ধোনিকে শেষ দেখা হবে না। আমি খুব অবাক হব যদি সে একজন অফিসিয়াল ক্ষমতায় সিএসকে-এর মেন্টর না করে বা তার পরিবারের সদস্য না হয়।” প্রসঙ্গত, শনিবার বেঙ্গালুরুর কাছে ম্যাচে হেরে আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। তারাপ্লে-অফে উঠতে পারেনি। ঠিক পরের দিনই শহর ছাড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। জানা গিয়েছে রাঁচী ফিরে এসেছেন তিনি। এখন বিশ্রাম নেবেন ধোনি। ধোনি ব্যাট করতে নামেন চেন্নাইয়ের বিপদের সময়। শেষ ওভারে যশ দয়ালকে প্রথম বলে ছয় মেরেও পরের বলে ফিরে যান। রাগের চোটে নিজের ব্যাটেই ঘুষি মারেন তিনি। এমনকি ম্যাচের পর বিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ধোনি। যদিও বাড়ি ফিরে পেতে ফুরফুরে মেজাজে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এদিন বিমানবন্দর থেকে হালকা নীল রঙের টি-শার্ট পরে বেরোতে দেখা গেল মাহিকে। সমর্থকদের দিকে হাত নাড়লেন তিনি। তবে কি ধোনির ক্রিকেট ক্যারিয়ারে এটাই শেষ আইপিএল? উঠছে প্রশ্ন! অবশ্য এই প্রসঙ্গে একটি কথাও খরচ করেননি এমএস ধোনি। কিন্তু জল্পনা জিইয়ে রেখেছেন।

আরো পড়ুন »

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

ঠিকানা