How much money had to be paid for the fine Shubman Gill?

পুস্পিতা বড়াল, ২৪: চলছে আইপিএল। এবার ক্যাপ্টেন্সির দায়িত্বও সামলাতে হবে শুভমান গিলকে। মুম্বইয়ের জার্সি গায়ে চাপানোয় হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্সের অধিনায়ক এখন। এবার আইপিএল অভিযান শুরু গিলের পুরনো সতীর্থর বিরুদ্ধেই। তাঁর কাছে অধিনায়কত্বের ‘অনুপ্রেরণা’ কারা, সেকথা ম্যাচ শুরুর আগেই জানালেন তিনি।

বিয়ের অনুরোধ ঋষভ পন্থকে, শোনামাত্রই প্রতিক্রিয়া জানালেন উর্বশী!

মুম্বইয়ের জার্সি গায়ে চাপানোয় হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্সের অধিনায়ক এখন!

Advertisement of Hill 2 Ocean

শুভমান এবারের আইপিএলের সর্বকনিষ্ঠ অধিনায়ক। গুজরাটের মতো হেভিওয়েট দলের দায়িত্বও এসে পড়েছে মাত্র ২৪ বছর বয়সে। যারা গতবারের রানার্স আপ আর ২০২২-এর চ্যাম্পিয়ন। শুভমান এই প্রথমবার আইপিএলে নেতৃত্ব দেওয়ার আগে জানালেন, ‘তিনি অনেক কিছু শিখেছেন দুজনের থেকে। তাঁরা হলেন রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি।

ইডেন গার্ডেন্সের বিশেষ বক্সে ধূমপান! বিতর্কের মুখে বলিউড বাদশা!

গিলের কথা অনুযায়ী, “মাহিভাইয়ের নেতৃত্বে আমি সেভাবে খেলিনি। কিন্তু তাঁকে দেখেই বড় হয়েছি। সবাই জানে, ওঁ কীভাবে মাঠে দল পরিচালনা করতেন। উনি আমার কাছে অনুপ্রেরণা। বিরাট ভাইয়ের অধীনে কিছু টেস্ট খেললেও খুব বেশি ম্যাচ খেলিনি। আমার কেরিয়ারের বেশিটা কেটেছে রোহিত শর্মার নেতৃত্বে। ব্যক্তিগত ভাবে তাঁর থেকে আমি অনেক কিছু শিখেছি।”

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর