Bangladesh cricket team

পুস্পিতা বড়াল, ২ এপ্রিল: বাংলাদেশ একাধিক বার হাসির খোরাক হয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে। দ্বিতীয় টেস্ট চলাকালীন সোমবার আবার একটি ঘটনা ঘটল, যা দেখে ক্রিকেটপ্রেমীরা চেপে রাখতে পারলেন না হাসি। বাংলাদেশের পাঁচ ফিল্ডারকে দৌড়তে দেখা গেল একটি বলের পিছনে। তবে দরকারই ছিল না অত জনের দৌড়নোর।

ভোটের আগে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর স্বামীর বিরুদ্ধে বড় পদক্ষেপ কমিশনের

Advertisement of Hill 2 Ocean

দরকারই ছিল না একসঙ্গে অত জনের দৌড়নোর

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের ২১তম ওভারে। প্রবাথ জয়সূর্যের ব্যাটের কানায় লেগে হাসান মাহমুদের বল গালি অঞ্চল দিয়ে যাচ্ছিল বাউন্ডারির দিকে। কোনও ফিল্ডার ছিল না সেখানে। কিন্তু পয়েন্টে এক জন এবং স্লিপের চার জন ছিলেন। সেই একটি বলের দিকে দৌড়তে শুরু করেন পাঁচ জনেই। শেষ পর্যন্ত যিনি পয়েন্টে ফিল্ডিং করছিলেন তিনি বল বাঁচিয়ে অন্য এক ফিল্ডারের দিকে ছুড়ে দেন ঝাঁপিয়ে পড়ে। তিনি উইকেটকিপারের উদ্দেশে ছুড়ে দেন সেই বল।

বাংলাদেশের এরপরই হাসির রোল উঠেছে ক্রিকেটারদের প্রচেষ্টা দেখে। অনেক ক্রিকেটপ্রেমীদের মতে, দু’জন গেলেই চলত ওই বল বাঁচাতে। কোনও দরকারই ছিল না পাঁচ জনের ছোটার। বাংলাদেশ হারের মুখে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় টেস্টেও। শ্রীলঙ্কার হাতে চুনকাম হতে হবে তাদের এই টেস্ট হেরে গেলে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর