arjun-bjp

সাধারণত অর্জুন গড় বলেই পরিচিত ব্যারাকপুর। কিন্তু রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে সবার প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল উলাট পুরান। ব্যারাকপুর থেকে অর্জুন সিংকে টিকিটই দিল না তৃণমূল। তার বদলে টিকিট দেওয়া হলো পার্থ ভৌমিককে। প্রার্থী তালিকা প্রকাশের আগে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছিল যাদের প্রার্থী করা হলো না তাদের কাছে তিনি নাকি ক্ষমাপ্রার্থী। পাশাপাশি তিনি এও বলেন বিধানসভা নির্বাচনে তাদের জন্য ভালো কিছু ভাবা রয়েছে। কিন্তু তাতে তো ভোবি ভোলবার নয়। স্বাভাবিকভাবেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। দল এটা বিশ্বাসভঙ্গ করেছে বলে মন্তব্য অর্জুন সিং-এর। আর এর পরেই জল্পনা শুরু হয়েছে অর্জুন কি তবে পদ্ম শিবিরের প্রত্যাবর্তন করছেন?
যদিও ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন খোদ পার্থ ভৌমিক। আগামী দিনে অর্জুন সিং সম্মানজনক কিছু পাবে বলে জানিয়েছেন পার্থ বাবু।

‘ প্রার্থী তালিকা প্রকাশের পর বাড়ছে জল্পনা ‘

 

অন্যদিকে দলের কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। যদিও এখন প্রশ্ন উঠছে অর্জুন সিং এর জন্য কি বিজেপির দরজা আদৌ খোলা থাকবে? পুরনো দলে ফিরতে চাইলেই কি গেরুয়া শিবির তাকে দলে নেবে? যদিও এই বিষয় সংসার দিলীপ ঘোষ জানান, উনি এখন কি করবেন সেটা ওনার ব্যাপার। তৃণমূল শেষ গোল দিয়ে দিয়েছে। যখন বিজেপিতে ছিলেন তখন দলের কর্মীরা হাতে প্রাণ নিয়ে তাকে জিতিয়েছিল। তিনি সেই কর্মীদের অখুশি করে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু ওই দলের যা চরিত্র তার সঙ্গে সেরকমই করেছে। তবে উনি এখন বিজেপিতে ফিরবেন কিনা সেটা বলতে পারবো না। দল তাকে নেবে কিনা সেটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। তবে লোকসভা নির্বাচনের আগেই তৃণমূলের অভ্যন্তরে যেভাবে ক্ষোভ বাড়ছে তার প্রভাব ভোটব্যাংকে পড়বে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর