amit-shah-kolkata-visit-bjp-membership-drive

ব্যুরো নিউজ,১৬ অক্টোবর:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় প্রচারে এসে বেনজির ফলাফলের আশ্বাস দিয়েছিলেন, তবে নীলবাড়ি দখলের স্বপ্ন অধরা রয়ে গেছে। দীর্ঘদিন পর তিনি আবার রাজ্যে আসতে চলেছেন। বিজেপি সূত্রে জানা গেছে, ২৪ অক্টোবর তার কলকাতা সফরে আসার কথা। গোটা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হলেও রাজ্যে আরজি কর-কাণ্ডের কারণে কাজটা কিছুটা পিছিয়ে ছিল। এবার শাহ এই কর্মসূচি জোরদার করার জন্য আসছেন। বিজেপির সাংগঠনিক সংবিধান অনুযায়ী, প্রতি ছ’বছরে দলের সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করার নিয়ম রয়েছে। ১৬ আগস্ট দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই অভিযানের ঘোষণা করেন।

‘ফৌজি’ ২ শাহরুখের জায়গায় কে আসছেন?

নির্বাচনে সাফল্য লাভের আশা

২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অভিযানের সূচনা করেন। বাংলায় সদস্য সংগ্রহের দায়িত্ব এখন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের হাতে রয়েছে। তিনি জানিয়েছেন, পুজোর পরে রাজ্যে এই কর্মসূচির কাজ শুরু হবে।এবার সদস্য সংগ্রহ অভিযান বাংলায় উৎসবের আবহের মধ্যেই শুরু হবে। বিজেপির সল্টলেকের দফতরে অনুষ্ঠিত একটি বৈঠকে রাজ্যের নেতারা উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, এই অভিযানকে কেন্দ্র করে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করতে হবে। শাহ পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্র (ইজেডসিসি)-তে একটি বৈঠক করবেন, যেখানে জেলা স্তরের নেতাদেরও ডাকানো হবে।২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান সফল হয়েছিল, যার ফলে বাংলায় বিজেপির সদস্য সংখ্যা ৮৮ লাখ হয়েছিল। এবার কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা থেকে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে।

দুর্গাপুজোয় সিনেমা বাজার লাভের খোঁজে বাংলা ছবির সংকট

এই লক্ষ্য পূরণে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে আলোচনা হবে শাহের বৈঠকে। আগামী নভেম্বরের মধ্যে এই অভিযান শেষ করার লক্ষ্য রয়েছে।বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের নিয়ম অনুযায়ী, সাধারণ মানুষের কাছে গিয়ে বিশেষ ফোন নম্বরে ‘মিস্‌ড কল’ দিতে হবে। এতে মানুষের ফোন নম্বর বিজেপির সার্ভারে জমা হবে, পরে সদস্য হওয়ার লিঙ্ক পাঠানো হবে। যারা এই ভাবে ১০০ জন প্রাথমিক সদস্য সংগ্রহ করতে পারবেন, তারা স্থায়ী সদস্য হওয়ার সুযোগ পাবেন। এইভাবে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে সাফল্য লাভের আশা করছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর