Adani's investment of several thousand crores in arms manufacturing factories

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি: উত্তরপ্রদেশের কানপুর নিকটস্থ ৫০০ একর জমিতে ১৫০ মিলিয়ন অস্ত্র তৈরির ক্ষমতা সম্পন্ন কারখানা গড়তে চলেছে আদানি গ্রুপ। এই কারখানা তৈরি করতে আদানি গ্রুপের তরফে বিনিয়োগ করা হবে ৩ হাজার কোটি টাকা। কারখানার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকছে গৌতম আদানির পুত্র করণ আদানির উপর।

Adani Group

এই কারখানায় ছোট থেকে বড় সমস্ত প্রকারের অস্ত্র ছাড়াও মাঝারি ক্ষেপণাস্ত্র, ও ড্রোনও তৈরি করা হবে বলে জানা গিয়েছে। ভারতকে অস্ত্র তৈরির ক্ষেত্রে আরও আত্মনির্ভর করতে আদানির এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

একাধিক সারমেয়র মৃত্যুতে থানায় অভিযোগ দায়ের

এই কারখানায় তৈরি সমস্ত অস্ত্র ভারতীয় সেনা ও পুলিশের ব্যাবহারের জন্য দিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, ভারত যদি অস্ত্র তৈরিতে আত্মনির্ভরশীল হয় তবে এতে দেশের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন লক্ষ করা যাবে।

Advertisement of Hill 2 Ocean

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের বিশাল ৪ টি সংস্থাকে অস্ত্র নির্মাণে বিনিয়োগের ডাক দিয়েছিলেন। সেই ৪ টি সংস্থা হলো মাহিন্দ্রা গ্রুপ, আদানি গ্রুপ, লারসেন অ্যান্ড টার্বো গ্রুপ ও টাটা গ্রুপ। ইতিমধ্যেই সেই ক্ষেত্রে আদানির হাত ধরে শুরু হয়ে গিয়েছে বিনিয়োগ। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর