মানসী সেনগুপ্ত

ব্যুরো নিউজ ১১ নভেম্বর : টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত শিগগিরই দ্বিতীয়বার মা হতে চলেছেন। “নিম ফুলের মধু” ধারাবাহিকে কাজ করতে করতে, আর কিছুদিন বিরতি নিয়ে এখন কাজ করছেন “গোপনে মন ভেসেছে”-তে। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মানসী, তবে তার কাজের শিডিউল অনুযায়ী তিনি এখনই ছুটি নিতে চান না। শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিকের পর মানসীর এই সুখবরও টলিপাড়ায় নতুন আনন্দের সঞ্চার করেছে।

চুল পড়া রোধে ভরসা রাখুন রান্নাঘরের এই ৩ টি জিনিসের উপর

কিছু বছর আগে বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল

প্রথমবার যখন তিনি মা হয়েছিলেন, তখন তার ডেলিভারি ছিল হাই রিস্ক এবং তার মেয়ে ছিল প্রিম্যাচিউর। সেই কারণে এইবার মানসী নিজেকে আরও সাবধানে রাখছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে কাজ করছেন। যদিও তিনি জানিয়েছেন, একসময় তার ইচ্ছে ছিল কাজের মধ্যে থেকেই হাসপাতালে চলে যাওয়ার, কিন্তু স্বাস্থ্যগত কারণে তা সম্ভব হয়নি।মহিলা অভিনেত্রী হিসেবে মানসী কাজের প্রতি তার নিষ্ঠা ও প্যাশন বজায় রেখে এই জার্নি পাড়ি দিচ্ছেন। কিন্তু কিছু বছর আগে তিনি আর তার স্বামীর বিচ্ছেদের খবর শোনা গিয়েছিল। তিনি নিজেই দিদি নম্বর ১ শো-তে এসে একসময় জানিয়েছিলেন যে তারা দুজনেই আলাদা শহরে থাকছেন এবং কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল। তবে বর্তমানে, তার পরিবারের সঙ্গে সব কিছু ঠিকঠাক চলছে।

পুণেতে স্ত্রীর খুনের ঘটনায় চাঞ্চল্য, সোফার ভিতর মিলল দেহ

এখনও পর্যন্ত, মানসী কাজের প্রতি তার মনোযোগ বজায় রেখেছেন এবং তার সহকর্মী, পরিচালকেরা তাকে সবরকম সাহায্য করতে প্রস্তুত। সুতরাং, আপাতত তিনি কোনও অসুবিধায় পড়েননি। টলিপাড়া আবারও তার নতুন খবর নিয়ে উচ্ছ্বসিত, আর দর্শকরা অপেক্ষায় তার নতুন আনন্দের শুরু দেখতে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর