শর্মিলা চন্দ্র, ২৩ মার্চ: নির্বাচনের আগে ভোটগুরু প্রশান্ত কিশোরকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে জোর জল্পনা।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ভোট কুশলীকে নিয়ে যে ধরনের প্রচার হয় তা তাঁর যোগ্যতার তুলনায় বাড়াবাড়ি৷ যদিও প্রশান্ত কিশোরকে নিয়ে কেন তিনি এই মন্তব্য করলেন তাঁর ব্যাখ্যা দেননি অভিষেক৷
বাদরের বাঁদরামিতে নাজেহাল মিমি! প্রিয় জিনিস ফেরৎ পেতে করতে হল কতই না কসরত!
তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করাতেই কি এই মন্তব্য!
উল্লেখ্য ২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের জন্য প্রশান্ত কিশোরের কৃতিত্বকেই তুলে ধরা হয়। শাসক দল সূত্রে খবর, তৃণমূলের নির্বাচনী রণকৌশল থেকে শুরু করে ইস্তেহার, প্রার্থী বাছাই- সবকিছুতেই প্রশান্ত কিশোর এবং তাঁর সংস্থা আইপ্যাকের বড় অবদান ছিল। শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই নাকি তৃণমূলের সঙ্গে জড়িয়েছিলেন প্রশান্ত কিশোর৷
শিবলিঙ্গে পুজো দিয়ে প্রচার শুরু সায়নীর
প্রসঙ্গত, ২১ এর নির্বাচনের ফল বেড়নোর আগেই পিকে জানিয়ে দিয়েছিলেন, বাংলায় বিজেপি একশো আসনে পৌঁছতে পারবে না৷ তাঁর কথা মিলেও গেয়েছিল। যদিও ২১ এর বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন প্রশান্ত কিশোর। অন্যদিকে সেই পিকে নিয়েই লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।