ব্যুরো নিউজ,৮ ডিসেম্বর:বিখ্যাত বলিউড পরিচালক সুভাষ ঘাই শ্বাসকষ্ট, দুর্বলতা ও মাথা ঘোরার কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। ৭৯ বছর বয়সী এই প্রবীণ পরিচালক বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে ইতিবাচক খবর পাওয়া গেছে এবং শীঘ্রই তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হবে বলে জানানো হয়েছে।
পুষ্পা ৩: ৬ বছরের অপেক্ষা! তবে বড় চমক অপেক্ষা করছে
চিকিৎসার আপডেট
হাসপাতাল সূত্রে জানা গেছে সুভাষ ঘাই Ischemic Heart Disease-এ আক্রান্ত হয়েছেন। পাশাপাশি হাইপোথাইরয়ডিজমের সমস্যাও ধরা পড়েছে। ইতিমধ্যে তার ব্রেনের সিটি অ্যাঞ্জিওগ্রাম, চেস্ট এবং অ্যাবডোমেনের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। আগামী ৯ ডিসেম্বর তার পিইটি-সিটি স্ক্যান করা হবে।এর থেকে সঠিকভাবে বোঝা যাবে তার শারীরিক অবস্থা কেমন।পরিচালকের টিম থেকে জানানো হয়েছে সুভাষ ঘাই সুস্থ আছেন এবং স্থিতিশীল রয়েছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মূলত একটি রুটিন চেকআপের অংশ। তারা ভক্তদের উদ্বেগ এবং শুভকামনার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
জমজমাট কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসব, তৃতীয় দিনের সেরা সিনেমা
সুভাষ ঘাই বলিউডের বহু আইকনিক ছবি যেমন কালীচরণ, কর্জ, হিরো, রাম-লক্ষণ, তাল, সওদাগর পরিচালনা করেছেন। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ইকবাল ছবির জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। তার পরিচালিত শেষ ছবি কাঞ্চি মুক্তি পায় ২০১৪ সালে। সম্প্রতি তিনি গোয়া চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন।