ব্যুরো নিউজ,২৫ নভেম্বর:কয়লা ও গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বিকাশ মিশ্র বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।জামিনে মুক্তি পাওয়ার পর,নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে কলকাতা পুলিশের হাতে। রবিবার, আলিপুর আদালতে তোলা হলে, প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র চিৎকার করে বলেন, ‘আমাকে মারার চক্রান্ত চলছে। আমি যদি মুখ খুলে ফেলি, তাহলে সরকার পড়ে যাবে।’ এই চিৎকারে সেদিনের আদালত চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
আইপিএল ২০২৫ নিলামঃ শেষ মুহূর্তে নিজের নাম নথিভুক্ত করলেন জোফ্রা আর্চার
ফাঁসানো হচ্ছে
এর আগে, কয়লা কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছিলেন বিকাশ। তখন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, ‘৩৫ সপ্তাহ ধরে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে গিয়ে আমি বারবার সই করেছি। সিবিআই চার্জশিটে আমার নাম থাকলেও, কয়লাকাণ্ডে আমার যোগসূত্রের কোনো প্রমাণ নেই।’ তার বক্তব্যে তিনি দাবি করেছিলেন, এই মামলায় তার কোনো দোষ নেই এবং তিনি আইনি পরামর্শ নেবেন।তবে, বিকাশের প্রিজন ভ্যানে ওঠার সময় করা চিৎকারের পর থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে, কী এমন তথ্য রয়েছে বিকাশের কাছে, যা সে প্রকাশ করলে সরকার বিপদে পড়ে যাবে। তার এই চিৎকার অনেকেই সঞ্জয় কাণ্ডের সঙ্গে তুলনা করছেন, যেখানে সঞ্জয়ও একইভাবে প্রিজন ভ্যানে চিৎকার করে বলেছিল, তাকে ফাঁসানো হচ্ছে।
বিকাশ মিশ্র হলেন বিনয় মিশ্রের ভাই, যিনি কয়লা ও গরু পাচার কেলেঙ্কারির সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। সিবিআই তাকে গ্রেফতার করেছিল, কিন্তু পরে জামিনে মুক্তি পায়। এরপর কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে, তবে এটি ছিল অন্য একটি মামলায়।বর্তমানে বিকাশ মিশ্র পকসো মামলায় গ্রেফতার হয়ে রয়েছেন। তার আইনজীবী দাবি করেছেন, পুলিশের হেফাজতে থাকলে বিকাশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তবে সরকারের আইনজীবী এই দাবীকে নাকচ করে জানিয়েছেন, বিকাশ বাইরেই ছিল এবং তার নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি।প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্রের চিৎকার তাতে আবারও রাজনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন কেলেঙ্কারির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে চলে এসেছে।