Malaika Arora house

ব্যুরো নিউজ,১৪ সেপ্টেম্বর :বুধবার, মালাইকা অরোরার সৎবাবা অনিল মেহতা বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেন। ওই সময় মালাইকা শহরের বাইরে ছিলেন। খবর পাওয়ার পরেই তিনি মুম্বই ফিরে আসেন। একে একে মালাইকার প্রাক্তন প্রেমিক অর্জুন কপূর থেকে শুরু করে বলিউডের বিভিন্ন তারকা তার সঙ্গে দেখা করতে আসেন। উপস্থিত ছিলেন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান ও তার পরিবারের সদস্যরাও। যদিও সলমন খান তৎক্ষণাৎ আসেননি, পরে তিনি মালাইকার বান্দ্রার বাড়িতে যান। কিন্তু সেখানে গিয়ে সলমনের মেজাজ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

স্বাস্থ্য ভবনে জুনিয়র ডাক্তারদের মঞ্চে হঠাৎ উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কেন মেজাজ হারালেন তিনি,

‘স্পটলাইটে আসার জন্যই রাখিকে বিয়ে করেছিলাম’ অকপটে বিয়ের কারণ স্বীকার করলেন আদিল খান দুরানি!

মালাইকার বাড়ির সামনে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছিল মিডিয়া। তাদের ক্যামেরায় ধারণ করা একটি ভিডিয়োতে স্পষ্ট দেখা যায় যে সলমন উত্তেজিত হয়ে পড়েছেন। মালাইকা বাড়ি থেকে বের হওয়ার পরই সলমনের ভক্তেরা সেলিব্রিটি দেখতে এসে হইচই শুরু করেন। সলমনের উপস্থিতি জানার পর ভক্তেরা তার নাম ধরে চেঁচাতে শুরু করেন। এই হট্টগোল দেখে সলমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে গম্ভীর মুখে সোজা নিজের গাড়িতে উঠে চলে যান। তার অভিব্যক্তি থেকেই বোঝা যায় যে তিনি এই পরিস্থিতিতে গভীরভাবে বিরক্ত।

‘বিগ বস্’ বাদ দিয়ে, পরবর্তী কী পরিকল্পনা করছেন দেবচন্দ্রিমা?

বান্দ্রায় মালাইকার বাড়ির সামনে মিডিয়ার ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা বরুণ ধওয়ান। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শোকাহত মানুষের মুখে ক্যামেরা তাক করে ছবি তোলার মতো অমানবিক কিছু নেই। একটু ভাবুন, আপনি যার ছবি তুলছেন, তার মনের অবস্থা কেমন। এটা আপনার কাজ হতে পারে, কিন্তু মাঝে মাঝে মানুষ যে মানসিক অবস্থায় থাকে, সেটা বুঝতে চেষ্টা করুন’।মালাইকার বাবা মারা যাওয়ার খবর শুনে অভিনেত্রীকে সান্ত্বনা জানাতে হাজির হয়েছেন করিনা কপূর, সইফ আলি খান, করিশমা কপূর, অনন্যা পাণ্ডে, কিম শর্মা সহ অন্যান্য অনেকেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর