ব্যুরো নিউজ, ১২ মে : নির্বাচনী প্রচারে রাজ্যে ফের তৃণমূল সরকারকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতদিন যতবার প্রধানমন্ত্রী রাজ্যে এসেছেন প্রতিবার ৪০০ আসন পারের হুঁশিয়ারি দিয়েছেন। তবে এর পাশাপাশি এবার প্রতি কেন্দ্রে আসন সংখ্যা বাড়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি।
বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযান! আক্রান্ত সরকারি আধিকারিকরা
বাংলা নিয়ে আশাবাদী মোদী
প্রধানমন্ত্রীর দাবি এবার বিজেপি সবাইকে চমকে দেবে। ‘বিজেপি এবার লোকসভায় এমন এমন সব আসন জিতবে, যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন‘ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আরও দাবি, ‘দেশের সব প্রান্তে আমাদের আসন বাড়বে। এমন এমন জায়গায় আসন বাড়বে যে ভোট পণ্ডিতরাও চমকে যাবেন। উত্তপ্ররদেশে আমাদের বেশ কিছু আসন বাড়বে।’ এর পাশাপাশি বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলেও আসন বাড়বে বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
ভোটের আগের দিন তৃণমূলকে ফের চ্যালেঞ্জ দিলীপের
উল্লেখ্য, ২০১৯-এ বিজেপি উত্তরপ্রদেশের বেশিরভাগ আসনেই জয়লাভ করেছিল। পশ্চিম ভারতেও একই চিত্র দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই এবার এই জায়গাগুলিতে আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু ছবিটা কিছুটা আলাদা। সেখানে গেরুয়া শিবিরের অবস্থান দুর্বল। পূর্ব ভারতের ক্ষেত্রে। যদিও প্রধানমন্ত্রী এইসব কিছু ভাবতে নারাজ। তাঁর স্পষ্ট দাবি সব জায়গাতেই বিজেপির আসন সংখ্যা অভাবনীয় ভাবেই বাড়বে। তবে সেটা জানার জন্য ৪ জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।