পুস্পিতা বড়াল, ২৪ মার্চ: হর্ষিত রানাকে মাঠে অসংযত আচরণের জন্য শাস্তি পেতে হয়েছে। ফ্র্যাঞ্চাইজ়ির অন্যতম কর্ণধার শাহরুখ খান কেকেআরের তরুণ জোরে বোলারের মতোই এবার সমালোচনার মুখে। শনিবার কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সের বিশেষ বক্সে বলিউড বাদশাকে ধূমপান করতে দেখা গিয়েছে।
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে চোখ আটকে যাওয়া Honda Stylo 160 স্কুটার! কবে লঞ্চ হবে ভারতে?
ভক্তদের উন্মাদনার চেনা ছবি দেখা গিয়েছে সর্বত্র তাঁকে ঘিরে
এই ঘটনাতে বিতর্ক তৈরি হয়েছে দর্শকমন্ডলীদের মধ্যে।শনিবার সন্ধ্যায় আইপিএলে কেকেআরের প্রথম ম্যাচ দেখতে শাহরুখ কলকাতায় আসেন। বলিউড বাদশা বিমানবন্দর থেকে সোজা স্টেডিয়ামে চলে যান। ভক্তদের উন্মাদনার চেনা ছবি দেখা গিয়েছে সর্বত্র তাঁকে ঘিরে। শাহরুখ উচ্ছ্বসিত জনতার দিকে হাত নাড়তে বা চুমু ছুড়ে দিতেও করেননি কার্পণ্য।
বিয়ের অনুরোধ ঋষভ পন্থকে, শোনামাত্রই প্রতিক্রিয়া জানালেন উর্বশী!
মাঠে নেমে গ্যালারিতে থাকা দর্শকদের দল জেতার পর ধন্যবাদও জানিয়েছেন সমর্থনের জন্য। তবু কেকেআরের অন্যতম কর্ণধার এড়াতে পারলেন না বিতর্ক। সমাজমাধ্যমেও শনিবার ম্যাচ চলাকালীন ইডেনের স্ট্যান্ডে শাহরুখের ধূমপানের ভিডিয়ো ভাইরাল হয়েছে।